8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরের নিতাই হত্যা মামলায় RAB হাতে একজন গ্রেফতার

নওগাঁর মহাদেবপুরের নিতাই হত্যা মামলায় RAB হাতে একজন গ্রেফতার

এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরের চকগৌরীহাটের নিতাই চন্দ্র মহনন্ত হত্যার চাঞ্চলকর মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতের নাম রাসেল। সে নোয়াখালি জেলার মাইজদি উপজেলার চরলক্ষী গ্রামের আজু মাঝির ছেলে। রাসেল ঢাকার সাভার থানার ভাকুরদা এলাকায় বসবাস করতো। রোববার রাতে নওগাঁ শহরের উকিলপাড়া মহল্লায় অভিযান চালিয়ে র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে মান্দা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। থানার ওসি আব্দুল্লাহেল বাকী জানান, র‌্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের সদস্যরা অনুসন্ধানের মাধ্যমে জানতে পারেন একটি সংঘবদ্ধ চক্র বেশ কিছুদিন ধরে বিভিন্ন স্থানে রাতের বেলায় ট্রাকযোগে ঘুরে বেড়ায়। কোন বিপদগ্রস্থ ব্যক্তিকে দেখলেই সহায়তার নামে তাকে ট্রাকে উঠিয়ে নেয়। এরপর সুযোগ বুঝে কোন নির্জন স্থানে গিয়ে তার কাছে থাকা টাকা পয়সা ও মালামাল কেড়ে নিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। এমনি একটি ঘটনার শিকার নিহত ব্যবসায়ি নিতাই চন্দ্র মহন-। গত ৫ ডিসেম্বর নিতাই চন্দ্র মহন- দিনাজপুরের কান-জির মেলায় শাঁখা-সিঁদুর ও পুজার সামগ্রী বিক্রির টাকা পয়সা নিয়ে রাতে নওগাঁর উদ্দেশ্যে রওনা হন। রাত সাড়ে ১২টার দিকে সান্তাহার রেলওয়ে ষ্টেশনে নেমে তার মায়ের মোবাইল ফোনে সর্বশেষ যোগাযোগ করে জানান যে, সে কিছুক্ষনের মধ্যেই বাড়ি ফিরবে। পরবর্তীতে সকাল পর্যন্ত নিতাই চন্দ্র ফিরে না আসলে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে। পরদিন নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার মৈনম দুর্গাপুর চেয়ারম্যানের মোড় নামক স্থানে হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ি নিতাই চন্দ্রের লাশ পাওয়া যায়। নিহতের ভাই বাদি হয়ে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি রাসেল হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। আসামির ভাষ্যমতে ওই রাতে সান-াহার ষ্টেশন থেকে রাসেল এবং তার দল নিহত নিতাই চন্দ্রসহ আরো একজনকে তাদের ট্রাকে উঠিয়ে নেয়। পথে তার কাছ থেকে টাকা পয়সা কেড়ে নিয়ে ট্রাক থেকে নামিয়ে দিয়ে রাজশাহীর দিকে আসতে থাকে। ওই সময় তারা নিতাই চন্দ্রের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেওয়ার সময় ধস্থধসি- শুরু হয়। এক পর্যায়ে তার টাকা পয়সা কেড়ে নিয়ে হাত-পা বেঁধে চলন্ত ট্রাকের কেবিন থেকে তাকে নিচে ফেলে দেয়া হয়। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিতাই চন্দ্র ঘটনাস’লেই নিহত হন। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …