8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / কলেজ ছাত্রী সুমির আত্নহত্যা নওগাঁয় বখাটেরা কেড়ে নিলো এক মেধাবী ছাত্রীর প্রাণ

কলেজ ছাত্রী সুমির আত্নহত্যা নওগাঁয় বখাটেরা কেড়ে নিলো এক মেধাবী ছাত্রীর প্রাণ

এনবিএন ডেক্স: বখাটের উত্তোক্ত করনের শিকার হয়ে আত্নহত্যা করে চির বিদায় নেয়ার মিছিলে আরো এক ছাত্রীর নাম যোগ হলো। হতভাগী এই ছাত্রীর নাম জেরমিন নাহার সুমি (২৩)। মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ শহরের দয়ালের মোড় মহল্লার ক্ষনিকা ভিলার দ্বিতীয় তলায় সুমি গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করে। নিহত সুমি নওগাঁর মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর ভীমপুর গ্রামের ডা: শহীদুল ইসলামের মেয়ে। সে নওগাঁ সরকারী বিশ্ববিদ্যালয়  কলেজের অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষে পড়তো।
নিহতের বাবা ডা: শহীদুল ইসলাম জানান, লেখাপড়ার জন্য সুমি দীর্ঘ ২ বছর যাবৎ তার মামার বাসা ক্ষনিকা ভিলা থাকতো। মামা জিল্লুর রহমান নওগাঁ জিলা স্কুলের সহকারী শিক্ষক। মামি নূরুন নাহার মহাদেবপুর উপজেলার সোনাপুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে চাকুরি করেন। ওই বাসায় মামা- মামি ও সুমি ছাড়া আর কেউ থাকতো না। নিহত সুমির মামি নূরুন নাহার জানান, ‘মঙ্গলবার সকালে তারা এক সাথে নাস্তা করে কর্মস’লে বেড়িয়ে যান। সন্ধ্যায় ফিরে এসে বাসার দরজা বন্ধ পেয়ে অনেক ডাকা-ডাকি করে কোন সাড়া না পেয়ে সুমির মামাকে ফোন করেন। পরে তারা দরজা ভেঙ্গে বাসার ড্রইং রুমে ফ্যানের সাথে সুমির গলায় দড়ি দেয়া ঝুলন্ত লাশ দেখতে পেয়ে সদর মডেল থানা পুলিশে খবর দেন। নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক মোঃ নূরুল ইসলাম নিহত সুমির লাশ উদ্ধারের পর সাংবাদিকদের জানান, লাশ উদ্ধার করার সময় নিহত সুমির হাতে লেখা একটি চিঠি পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে আত্নহত্যার পূর্বে সুমি ওই চিঠিটি তার মামার উদ্দেশ্যে লিখে বিছানায় রেখেছিল, ওই চিঠিতে তার আত্নহত্যার কারন লেখা আছে। নিহত সুমির মামা জিল্লুর রহমান জানান,  কলেজে ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় এক যুবক মোবাইল ফোনে ইচ্ছার বিরুদ্ধে সুমির ছবি তোলে এবং বিরক্ত করতো বলে জানিয়েছিলো। তিনি ধারনা করছেন, উত্তোক্ত করার কারনে সুমি আত্নহত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই ফিরোজ কবির জানান, পুলিশ নিহতের মোবাইলের কল লিষ্ট এবং মৃত্যূর আগে লিখে যাওয়া চিঠির সুত্র ধরে ওই বখাটেকে সনাক্ত করার চেষ্ঠা চলছে। ইতিমধ্যে সুমির আত্মহত্যার কারণ উদঘাটন করতে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে। এদিকে, মঙ্গলবার রাতে নিহত সুমির পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার স্বরস্বতীপুর ভীমপুর গ্রামের পারিবারিক কবরস্থানে সুমিকে দাফন করা হয়েছে। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …