22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর আত্রাইয়ে পাইপগান ও গুলির খোসা উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে পাইপগান ও গুলির খোসা উদ্ধার

এনবিএন ডেক্স: নওগাঁর আত্রাই থানা পুলিশ পরিত্ত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও শর্টগানের একটি গুলির খোসা উদ্ধার করেছে। এ পাইপগান উদ্ধারে এলাকার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জনা যায়, গত রোববার সন্ধ্যা আটটার দিকে আত্রাই- পাঁচুপুর সড়কের উপজেলা হেলিপ্যাডে কিছু লোক গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার এসআই আবুল কালাম ফোর্সসহ অভিযানে গেলে পুলিশের উপসি’তি টের পেয়ে তারা পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশী করে দেশী তৈরী একটি পাইপগান ও শর্টগানের একটি গুলির খোসা পাওয়া যায়। এ ব্যাপারে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। এদিকে এ সড়কে মাঝে মধ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকে। পথচারীরা ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলে। কিছুদিন পূর্বেও ছিনতাইকারীরা একই জায়গায় আত্রাইয়ের মোবাইল ব্যবসায়ীকে মারপিট করে লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়। আবারো গোপন বৈঠক ও অস্ত্র উদ্ধারে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …