26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / দেশের করোনা পরিস্থিতিতে সরকারের বিশেষ বিবেচনায় ১ম ধাপে নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পেল ১১ জন সাজাপ্রাপ্ত বন্দি

দেশের করোনা পরিস্থিতিতে সরকারের বিশেষ বিবেচনায় ১ম ধাপে নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তি পেল ১১ জন সাজাপ্রাপ্ত বন্দি

নওগাঁ:দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে কারাগারে আটক বন্দিদের মুক্তি প্রদানের প্রক্রিয়ায় ১ম ধাপে ০৬ মাস থেকে ০১ বছর পর্যন্ত সাজা ইতিমধ্যে ভোগ করেছে এমন লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ১১ জন বন্দিকে নওগাঁ জেলা কারাগার থেকে সরকারী সিদ্ধান্ত মোতাবেক আজ শনিবার সকালে ওই সব বন্দিদের মুক্তি দেয়া হয়েছে। কারাগার সূত্রে জানা যায় সরকার করোনা পরিস্থিতির কারনে সারাদেশের কারাগার থেকে লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত বন্দি এবং যাদের সাজার মেয়াদ বেশীর ভাগ ইতমধ্যে খাটা হয়েছে তাদের মুক্তির বিষয়ে ০৩ টি ধাপে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সরকারের এ সিদ্ধান্তে মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে খুশিরভাব দেখা যায় এবং তালিকাভুক্ত অনরুপ অন্যান্য বন্দিরাও মুক্তির অপেক্ষায় কারাগারে দিন গুনছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …