26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান গোল্লা মন্ডলের দাফন সম্পন্ন

নওগাঁয় বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান গোল্লা মন্ডলের দাফন সম্পন্ন

এন বিএন ডেক্সঃ নওগাঁ শহরস্থ আরজি নওগাঁ মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান গোল্লা মন্ডল গত সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্য কালে তার বয়স হয়েছিল ৭২ বছর । মরহুম তার স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।  মঙ্গলবার বাদ যোহর মরহুমের রাষ্ট্রয় মর্যাদায় তার পারিবারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এসময় নওগাঁ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ হারুন আল রশিদ, সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ গোলাম সামদানী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম সহ স্থানীয় গনম্যান ব্যক্তি বর্গ ও কয়েক হাজার মুসুল্লি /এলাকাবাসী মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহন করেন। আমরা মরহুমের ছেলে কাজন ও শাহপরান নয়ন বিধেয়ী আত্মার মাগফেরাত ও দোয়া কামনা করছি।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …