1 Joishtho 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১৬ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এন বিএন ডেক্সঃ নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষে “মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই শ্লোগানে দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক কেন্দ্র পল্লী সহযোগী বিষয়ক সংস্থা (আরকো) আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ কে এম শহীদুল ইসলাম। আরকোর নির্বাহী পরিচালক সজল চৌধুরীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জজ আদালতের পিপি আব্দুল খালেক, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার লিটন সরকার, জেলা লিগাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তাজউল ইসলাম, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ও’সি) পরিমল চক্রবর্তী, হেকর্সের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর আবুল হাসনাথ, জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, দলিত ও আদিবাসী বিষয়কপ¬াট ফর্ম নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী প্রমুখ সহ স্থানীয় গর্নমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও প্রায় কয়েকশ দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর নারীপুরুষ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে দলিত এবং আদিবাসীদের মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে বিশেষ করে দলিত এবং আদিবাসীদের ভূমি ও অন্যান্য সমস্যা এবং এতদসংক্রান্ত বিষয়ে মামলা ও এর অগ্রগতি, নিয়মকানুন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্ততিকালে ৪ডাকাত আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ডাকাতরা …