18 Chaitro 1431 বঙ্গাব্দ বুধবার ২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / বাংলাদেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে . . . .. বিদায়ী ডিসি মিজানুর রহমান

বাংলাদেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে . . . .. বিদায়ী ডিসি মিজানুর রহমান

সম্পাদক ও প্রকাশক মো. আবু বকর সিদ্দিক: বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ২০৩২ সালের মধ্যে আমাদের বাংলাদেশ যখন বিশ্বের ২৪তম অর্থনীতিতে রূপান্তরিত হবে। তখন বাংলাদেশের পিছনে থাকবে সুইজারল্যান্ড, সাউথ আফ্রিকা, ভিয়েতনাম, মালোয়েশিয়াসহ সিঙ্গপুর নামের দেশগুলো। কথাগুলো বললেন, নওগাঁর বিদায়ী জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। তিনি আরো বলেন, বিগত দিনে নওগাঁকে নিয়ে যে উন্নয়ন সংলাপ হয়েছে তারও একটি চুলচেড়া বিশ্লেষন স্থানীয় মন্ত্রী, এমপিসহ সংশ্লিষ্টদের হাতে তুলে দিতে চান। তিনি বলেন, আপনারা নওগাঁবাসী আমাকে ছাড়লেও আমি কিন্তু নওগাঁকে ছাড়ব না। আমি যেখানেই থাকব সেখানেই নওগাঁকে নিয়ে আলোচনা করবো। কিভাবে নওগাঁ ও ময়মনসিংহকে দেশের মধ্যে উন্নত জেলায় রূপান্তর করা যায়। পাশাপাশি নওগাঁর নানা আইডিয়াকে ময়মনসিংহের কাজে লাগানো চেষ্টা করারও কথা বলেন তিনি। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে ১৪টিসহ স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে এ বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে তিনি এসকল কথা বলেন। একই পদের দুইজন কর্মকর্তা। একজন যোগদান করলেন আর অপরজন নওগাঁর বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের হৃদয়ে নওগাঁ উন্নয়নে নানা আইডিয়ার খোঁচার আচর দিয়ে শুরু করেই চলে গেলেন। যা নওগাঁবাসী ও আগামী প্রজন্ম এগুলো তা বাস্তবায়নে নানাভাবে বিদায়ী ডিসিকে বার বার মনে করবেন। এমন এক মহুর্ত নিয়ে নওগাঁয় সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের বিদায় এবং নবাগত জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় জেলা প্রশাসকের মিশন, ভিশন ও বিভিন্ন আইডিয়া গড়নের অনুপ্রেরণায় গঠিত ১৪টিসহ আরো অলিখিত অনেক স্বেচ্ছাসেবী ফোরামের যৌথ সহযোগিতায় গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাসনুভা কম্পিউটারের সত্বাধীকারী তোফিক মোল্লা সেতু ও তার এক সহযোগীর উপস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহববুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: রফিকুল ইসলাম রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যা আল মামুন,সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নুরমোহাম্মদ লাল প্রমুখ। নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক বলেন, বিগত সময়ে আমাদের রাজনৈতিক সফল নেতা আব্দুল জলিল গোটা নওগাঁ এবং সারা দেশকে নিয়ে ভাবতেন। তিনি আন্তর্জাতিকমানের নেতা ছিলেন। তেমনি আমাদের নওগাঁ ও সারা দেশকে নিয়ে ভাবা একজন ব্যক্তি ডিসি মিজানুর রহমান। বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমান জেলার ১১টি উপজেলায় বেশ জনপ্রিয় ডিসি হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। নওগাঁয় এমন উন্নয়নমুখী ডিসি আমরা বিগত দিনে পাইনি। তিনি দিনের কাজ দিনেই করেছেন এবং সময়ের প্রতি যথেষ্ট আন্তরিক এবং সময়ের মূল্য দিয়েছেন। আগামীতেও তার মতো ডিসি আবার আসবে কি-না সেটা আমার জানা নেই। তবে বর্তমানে যোগদানপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদকে ডিসি মিজানুর রহমানের ভাল কাজগুলো বাস্তবায়নসহ নতুন নতুন আইডিয়া গ্রহন করে নওগাঁ উন্নয়নে সরকারি সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছানোসহ সকলকে সহযোগিতা করার আহবান জানান।  নওগাঁ জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ বলেন, ময়মনসিংহের বর্তমান জেলা প্রশাসক মো. মিজানুর রহমান সফল জেলা প্রশাসক। তিনি আরো বলেন, প্রজাতন্ত্রের কর্তকর্তা-কর্মচারী একজন জেলা প্রশাসককে মানুষ কিভাবে হৃদয়ে ধারন করতে পারে তা আমি এই অনুষ্ঠান না আসলে বুঝতে-ই পারতাম না। ডিসি হারুন-অর-রশিদ আরো বলেন, আজ এখানে নবীন এবং প্রবীনের মিলন মেলার এক যোগসুত্রের সৃষ্টি হয়েছে। যা তাকে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, বিভিন্ন ফোরামের মাধ্যমে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকল শ্রেনি পেশার প্রতিষ্ঠিত মানুষদের সমন্বিত করা একটি সুন্দর উদ্যোগ। কোন স্থান, প্রতিষ্ঠান, শ্রেনি-পেশার উন্নয়ন ঘটাতে চাইলে শুধু কর্মসূচি দিলে-ই হবে না। তাদের কথা শুনতে হবে। তাদের মতামত শুনতে হবে। চাহিদার কথা শুনতে হবে। এগুলো জানার জন্য এ সকল ফোরমগুলো একটি চমৎকার যোগসূত্র হিসেবে কাজ করতে পারে বলেও তিনি মন্তব্য করেন। আর এ সকলের কারিগর জেলা প্রশাসক মিজানুর রহমান। তার ভাল কাজের গুনের কারণে সরকার তাকে বড় একটি প্রাচীন জেলায় আরো ভাল কাজ করার সুযোগ করে দিলেন। সেখানে ১১টি সংসদীয় আসন। সেখানে কৃষি বিশ্ব বিদ্যালয়, বিশ্ব বিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজসহ বৃহত্তর পরিমন্ডলে তিনি কাজ করার সুযোগ পেয়েছেন এটিই তার অর্জন বলেও মন্তব্য করেন। তিনি যেভাবে নওগাঁকে আলোকিত করেছেন। ঠিক সে ভাবেই তার কর্মের দ্বারা ময়মনসিংহকে আলোকিত করবেন। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, ডিসি মিজানুর রহমানকে যেভাবে সহযোগিতা করা হয়েছে ঠিক সেইভাবে সহযোগিতা করলে তিনিও তার মতো করে কাজ করে বিভিন্ন খাতগুলোকে এগিয়ে নিতে পারবেন বলেও জানান। সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম বলেন, সদ্য বিদায়ী ডিসি মিজানুর রহমানকে দুনিয়ার শ্রেষ্ঠ আতর অনুজেবের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, আততের বোতল থেকে যদি আতর শেষ হয়ে যায় তাহলে সেই বোতল থেকে দীর্ঘদিন যেমন সুগন্ধ বের হয় তেমনি ডিসি মিজানুর রহমানও আমাদের নিকট ওই রকম আতরের বোতলের সুগন্ধির ন্যায়। তিনি চলে গেলেও তাঁর ভাল কাজের গন্ধগুলো আমাদের বার বার মনে করিয়ে দিবে। সাবেক অধ্যক্ষ আরো বলেন, ডিসি মিজানুর রহমান একজন আইডিয়া মাষ্টার এবং ছোট গল্পের নায়ক। নওগাঁর উদ্ভাবনী মুলক বহু কাজের শুরু তিনি করে গেলেন। এ অসমাপ্ত কাজগুলো যে-ই করবে সে-ই বা তার পরবর্তী প্রজন্মগুলো ডিসি মিজানুর রহমানের কথা বার বার মনে করবে বলেও তিনি মন্তব্য করেন। একটি অনুসন্ধানে জানা গেছে, নওগাঁর বিদায়ী জেলা প্রশাসক মো. মিজানুর রহমান জেলা প্রশাসনে যোগদানের পর থেকেই তার কর্ম ও প্রাণচাঞ্চল্যতা স্টাফসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের ভাবিয়ে তুলেছিল। তিনি যেন সবার চিরচেনা হাস্যজ্জোল উদ্যোমী ও প্রাণচাঞ্চল্য ব্যক্তি। জেলা ডিজিটাল সোনার বাঙলা গড়ার লক্ষ্যে বিভিন্ন মুখী কর্মপরিকল্পনা তৈরি করেছেন। তার সুদুর প্রসারী ভিশন ও মিশন ছিল। তাছাড়া কিভাবে নওগাঁর সার্বিক উন্নয়ন করা যায়, ডিজিটাল সরকারের নানান সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে তার মনের আয়নার মহাসড়কে নানা স্বপ্ন এঁকেছেন এবং সকলের কাছে সহযোগীতা চেয়ে কাজও করেছেন। কাজের স্বচ্ছতা ও জবাব দিহিতার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন প্রজাতন্ত্রের কর্মচারী, ন্যায়ের পক্ষে বন্ধু সুলভ আচরণের মানব প্রেমিক মিজানুর রহমান। তিনি তার দপ্তরের সকল কাজগুলো ডিজিটাল করার চেষ্টা করে গেছেন। যে সময় ডিসি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রাণ খুলে মনের তৃপ্তিতে দায়িত্ব পালনের যথেষ্ট চেষ্টায় সকলে মিলে এক আত্না নিয়ে কাজ করতে মত্ত্ব। ঠিক সেই সময় ডিসি মিজানুর রহমানের বদলির খবরে স্টাফ ও বিভিন্ন শ্রেণি পেশাসহ নওগাঁর শান্তিপ্রিয় মানুষের হৃদয় ভেঙ্গেছে। কর্মময় ও ভালবাসার একবৃন্তে যেন নিবেদিত তরতাজা উদ্যোমী ও উজ্জ্বিবিত এক প্রাণ। সরকারের উন্নয়নের মহাসড়কের সিঁড়ি বেয়ে ‘আমার পরিকল্পনা আমার কাজ ’ নীতিতেই তাঁর সহযোদ্ধাদের নিয়ে একযোগে সামনের দিকে এগুচ্ছেন নওগাঁর ডিসি মিজানুর রহমান। নানা কাজের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা দেখে মনে হয়েছে; যে কোনো কাজের শতভাগ সফলতার সিঁড়ি মিজানুর রহমান। মানুষের মাঝে চির সুখী সরকারের উন্নয়নের সেবা পৌঁছানোর এক সহজ সরল কর্মকর্তা। সম্ভাবনাময় তরুণ যুবসমাজকে কাজে লাগিয়ে পরিচ্ছন্ন পরিপাটি সমৃদ্ধ নওগাঁ গড়তে সামাজিক উদ্ভাবনী টিম গঠন এবং বাস্তব ও বহুমূখি পছন্দসই কাজে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে তাঁর যে প্রয়াস তা নওগাঁর শান্তিপ্রিয় মানুষ কোনদিনও ভুলবে না।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …