6 Boishakh 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / নওগাঁর পত্নী তলায় চার দিন ব্যাপী আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগীতা শুরু

নওগাঁর পত্নী তলায় চার দিন ব্যাপী আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগীতা শুরু

এনবিএন ডেস্ক: নওগাঁর পত্নীতলায় ৪দিন ব্যাপী আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগীতা শুরু হয়েছে। রোববার সকালে রাজশাহী সেক্টর পত্নীতলা-১৪ বিজিবি ক্যাম্পে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মুশফিকুর রহমান মাসুম। এসময় উপস্থিত ছিলেন, বিজিবি ১৪ পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান পিবিজিএম, জি+, উপ অধিনায়ক মেজর এএসএম রবিউল হাসান, মেডিকেল অফিসার মেজর আহমদ নিবরাস খান সহ অন্যান্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা । খেলায় রাজশাহী, দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও সেক্টরের ৫৯ ও ৬১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের খেলোয়াড় গণ অংশ নেয়। খেলাটি আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে এবং ওই দিনই বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরন করা হবে বলে বিজিবি সুত্রে জানা যায়।

আরও পড়ুন...

তানোর উপজেলার অমৃতপুর একতা যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

এন বিএন ডেক্সঃ রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে …