এনবিএনডেক্স: গতকাল শনিবার নওগাঁর রাণীনগর প্রেসকাবের দ্বি-বার্ষিক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় শ্রী অরুন বোস (দৈনিক সানশাইন) কে সভাপতি ও শহিদুল ইসলাম (দৈনিক যায়যায়দিন) কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। প্রেসকাব সভাপতি এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে সকাল ১০টায় অত্র প্রেসকাবে এ কমিটি গঠন করা হয় । কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি কাজী আনিছুর রহমান ( দৈনিক নয়া দিগন্ত) , সহ সভাপতি মিল্টন খন্দকার (দৈনিক উত্তরের খবর) ও শ্রীদাম কর্মকার বাবলু (দৈনিক চাঁদনীবাজার) , যুগ্ম-সাধারন সম্পাদক সাইদুজ্জামান সাগর ( দৈনিক সংবাদ) ও এ বাসার চঞ্চল (দৈনিক জনতা) ,কোষাধ্যক্ষ্য হারুনুর রশিদ (দৈনিক যুগের আলো) , সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ (দৈনিক মহাস্থান) ,প্রচার সম্পাদক সাহাজুল ইসলাম (দৈনিক সকলের খবর) , দপ্তর সম্পাদক এমএ রউফ রিপন (দৈনিক ইত্তেফাক) এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সাদেকুল ইসলাম (দৈনিক মানব জমিন),এস এম সাইফুল ইসলাম ( দৈনিক সোনালী সংবাদ), মোঃ ওহেদুল ইসলাম মিলন (দৈনিক আজ ও আগামীকাল), মুরাদ চৌধুরী (দৈনিক করতোয়া) ,হারুনুর রশিদ (দৈনিক সংগ্রাম) ,শাহরুখ হোসেন আহাদ (ভোরের পাতা),মমতাজ আক্তার সাথী (দৈনিক বাংলা বুলেটিন)।
Home / সারাদেশ / অরুন সভাপতি, শহিদুল সাধারণ সম্পাদক নওগাঁর রাণীনগর প্রেসকাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন!!
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …