6 Boishakh 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / স্বাস্থ্য / নওগাঁর রাণীনগরে আশা’র স্বাস্থ্য সচেতনতার সমাপনি উঠান বৈঠক!!

নওগাঁর রাণীনগরে আশা’র স্বাস্থ্য সচেতনতার সমাপনি উঠান বৈঠক!!

এনবিএনডেক্স:  নওগাঁর রাণীনগরে গতকাল শনিবার কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বে-সরকারি এনজিও সংস্থা আশা’র সারা দেশের সকল থানার ন্যায় রাণীনগরের সকল ব্রাঞ্চে স্বাস্থ্য সচেতনতা সপ্তাহ এবং নারীর নেতৃত্ব বিকাশ  বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  হয়েছে। স্বাস্থ্য সপ্তাহের সমাপনি দিনে আশা’র রাণীনগর উপজেলার ৭টি ব্র্যাঞ্চে আশা’র মহিলা সদস্য ও তার আশপাশের মহিলাদের মাঝে রক্ত স্বল্পতা ও এর প্রতিরোধ এবং নারীর নেতৃত্ব বিকাশ বিষয়ে আলোচনা করা হয়। এদিন এই কর্মসূচীর অংশ হিসেবে সপ্তাহের সমাপনি দিনে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মধুমতি ভূমিহীন মহিলা সমিতির সদস্যদের মাঝে আলোচনা করেন আশা’র নওগাঁ জেলা ম্যানেজার মো ঃ জিয়াউল হাসান, রাণীনগর শাখার আঞ্চলিক ম্যানেজার ( আর.এম)  আ ঃ মালেক, আশা’র এএসই জাহিদুল ইসলাম, আশা’র রাণীনগর ১নং ব্র্যাঞ্চের ম্যানেজার নাহিদ হোসেন, রাণীনগর ২নং ব্রাঞ্চের ম্যানেজার জিয়ানুর রহমান ,সহকারী ম্যানেজার  মনজুর হোসেন ,মাহফুজুর রহমান, লোন অফিসার এনামুল হকসহ প্রমুখ।

আরও পড়ুন...

নওগাঁয় একটি বে-সরকারি ক্লিনিক সিলগালা ঃ ৪টি ক্লিনিকে জরিমানা

এনবিএন ডেক্সঃ নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্সবিহীন, ডিউটি ডাক্তার ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকায় অভিযান …