7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / মামলা করে বিপাকে নওগাঁর আত্রাইয়ে ধর্ষণ মামলার আসামী কর্তৃক বাদিনী ও ভিকটিমের পরিবারকে হুমকি–নিরাপত্তাহীনতায় বাদিনী!!

মামলা করে বিপাকে নওগাঁর আত্রাইয়ে ধর্ষণ মামলার আসামী কর্তৃক বাদিনী ও ভিকটিমের পরিবারকে হুমকি–নিরাপত্তাহীনতায় বাদিনী!!

এনবিএনডেক্স: নওগাঁর আত্রাইয়ে ধর্ষণ মামলার আসামী ও তার স্বজনরা মামলা তুলে নেওয়ার জন্য বাদিনীসহ ভিকটিমকে প্রাণনাশ এবং বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসামী ও তার স্বজনদের অব্যাহত হুমকি-ধামকির কারণে ভিকটিমসহ বাদিনীর পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে। মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দ্রি কালিকাপুর গ্রামের মো. এজনুর মন্ডলের মেয়েকে (১৪) পার্শ্ববর্তী আ›দ্ধারকোটা গ্রামের সেকেন্দার আলীর ছেলে ছোট বাবু (২০) বিভিন্ন সময় প্রেম ও বিয়ে করার প্রলোভন দেয়। এতে এক পর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদে ছোট বাবু মেয়েটিকে কু-প্রস্তাব দিত। মেয়েটি কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৪ নভেম্বর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাড়ির পশ্চিম পার্শ্বে বাথরুমে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা লম্পট প্রেমিক ছোট বাবু মেয়েটিকে জোর পূর্বক মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। ওই সময় মেয়েটি চিৎকার দেওয়ার চেষ্টা করলে ছোট বাবু মেয়েটির মুখ গামছা দিয়ে বেঁধে মাটিতে ফেলে তার পরিহিত বস্ত্র ছিড়ে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটি কৌশলে মুখের গামছা খুলে চিৎকার দিলে স্থানীয়রা এসে ধর্ষক ছোট বাবুকে আটক করার চেষ্টা করলে লোকজনের উপস্থিতি টের পেয়ে সে উলঙ্গ অবস্থায় তার মোবাইল ফোন (নং-০১৭৮২১২৪৩৩০) ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। ঘটনাটি ধর্ষকের অভিভাবকদের জানালে তারা বিষয়টি আমলে না নিয়ে উল্টো ভিকটিমের পরিবারকে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। এ ঘটনায় গত ৬ নভেম্বর ভিকটিমের মা তহমিনা বেগম বাদি হয়ে ধর্ষক ছোট বাবুকে আসামী করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে ধর্ষক ছোট বাবু, তার পিতা সেকেন্দার আলী, আত্মীয় আন্ধারকোটা গ্রামের করিম প্রামানিকের ছেলে ইমদাদুল ইসলাম ও মিহির আলীর ছেলে ফজলু মামলা তুলে নেওয়ার জন্য বাদিনী এবং ভিকটিমকে বিভিন্ন প্রকার প্রাণনাশসহ বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। মামলার বাদিনী নিরুপায় হয়ে গত ১২ নভেম্বর আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন যার (নং-৪২৪) । ভিকটিমের মা বাদিনী তহমিনা বেগম বলেন, মামলার পর থেকে আসামী ও তার লোকজনরা মামলা তুলে নেওয়ার জন্য আমাকে এবং আমার মেয়েকে প্রাণনাশসহ বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আসামী ছোট বাবু পলাতক থাকায় বারবার চেষ্টা করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে গতকাল শুক্রবার সকালে ছোট বাবুর পিতা সেকেন্দার আলীর সাথে কথা বলার জন্য বাড়িতে গেলে তার সাাৎ পাওয়া যায়নি। আত্রাই থানার ওসি (তদন্ত) মো. শামসুল আলম মুঠোফোনে জানান, মামলার তদন্ত চলছে, আসামী পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …