1 Joishtho 1431 বঙ্গাব্দ বুধবার ১৫ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / হংকং নেতার ৬৪ লাখ ডলার গ্রহণের তদন্ত দাবি

হংকং নেতার ৬৪ লাখ ডলার গ্রহণের তদন্ত দাবি

এনবিএন ডেক্স:
হংকংয়ের প্রধান নির্বাহী লেয়ুঙ চুন-য়িঙ অস্ট্রেলীয় একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম থেকে ৬৪ লাখ ডলার গ্রহণ করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এই অভিযোগের তদন্ত দাবি করেছেন হংকংয়ের গণতন্ত্রপন্থী আইনপ্রণেতারা। মাত্র কয়েকদিন আগে প্রায় লাখখানেক গণতন্ত্রপন্থী আন্দোলনকারী এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তি কেন্দ্র হংকংয়ের প্রধান রাস্তাগুলো দখল করে বৃহত্তর পরিসরে গণতন্ত্র দাবি করে লেয়ুঙ’র পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করেছিল। এখন অর্থ গ্রহণের বিতর্কে হংকংয়ের বেইজিংপন্থী এই নেতার ওপর চাপ আবার ফিরে এসেছে। লেয়ুঙ’র বিরুদ্ধে প্রচারণা এখন হংকংয়ের রাস্তা থেকে অঞ্চলটির আইনসভায় গিয়ে হাজির হয়েছে।
এই আইনসভার যে কোনো বড় ধরনের সিদ্ধান্তে ‘না’ বলার ক্ষমতা আছে ডেমোক্র্যাটদের। এতে হংকংয়ের নীতি নির্ধারণ নিয়ে অচলাবস্থার সৃষ্টি হতে পারে। অস্ট্রেলিয়ার ফেয়ার ফ্যাক্স গণমাধ্যম এক প্রতিবেদনে জানিয়েছে, ডিটিজেড হোল্ডিংসের সঙ্গে লেয়ুঙয়ের সম্পকের্র সুবাদে ২০১২ ও ১৩ সালে ইউজিএল ওই অর্থ দিয়েছে। হংকংয়ের প্রধান নির্বাহী হওয়ার আগে প্রপার্টি কনসালট্যান্ট ডিটিজেড’র এশিয়া প্যাসিফিকের পরিচালক হিসেবে কমর্রত ছিলেন লেয়ুঙ। তবে এতে কোনো অসাধুতা হয়নি বলে দাবি করেছে লেয়ুঙয়ের দপ্তর। এক বিবৃতিতে দপ্তর থেকে বলা হয়েছে, ডিটিজেড থেকে পদত্যাগের ফলে ওই অর্থ তার পাওনা হয়েছিল, এটি তার কোনো ভবিষ্যৎ সেবার জন্য দেয়া হয়নি।

আরও পড়ুন...

নওগাঁর তৈরি লেপ-তোষক যাচ্ছে দেশের শীতপ্রবন এলাকায়

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সারা দেশের মতো মাঘের ঘনকুয়াশা আর শৈতপ্রবাহের কারণে গ্রামীণ জনপদে জেঁকে বসেছে …