2 Joishtho 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৭ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ

এনবিএন ডেস্ক :
“বিদেশি হস্তক্ষেপের” প্রতিবাদে শিয়া হাউবি বেসামরিক বাহিনী গণবিক্ষোভের ডাক দেয়ার পর ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী আহমেদ আবাদ বিন মুবারক পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী পদে মুবারককে বসানোর পিছনে বিদেশি মদদের অভিযোগ করেছে হাউবিরা। এর জবাবে প্রধানমন্ত্রী হওয়ার ৩৩ ঘন্টার মধ্যে বৃহস্পতিবার সকালে পদত্যাগের ঘোষণা দেন তিনি। নিজের ফেইসবুক পোস্টে তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট আব-রাব্বু মনসুর হাদি’র উপদেষ্টাদের সঙ্গে প্রথম বৈঠকেই তিনি পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন। তবে পদত্যাগের কারণ হিসেবে তিনি সরাসরি হাউবিদের সমালোচনার কথা উল্লেখ করেননি। তিনি বলেছেন, প্রেসিডেন্ট হাদি কী পরিমাণ চাপে আছেন তিনি তা জানেন এবং দেশের রাজনৈতিক সঙ্কট প্রেসিডেন্ট যেভাবে সামাল দিচ্ছেন তার প্রশংসা করেন। সেপ্টেম্বর মাস থেকে হাউবি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে রেখেছে। বুধবার এক টেলিভিশন ভাষণে হাউবি বাহিনীর নেতা আব্দুলমালিক আল হাউবি গণবিক্ষোভের ডাক দেন এবং সতর্ক করে বলেন, এই প্রতিবাদে তাদের সঙ্গে অন্যরাও থাকবে। আল হাউবি বলেন, “আমি বলতে চাই, আগামীকালের ওই মিছিলগুলো নিয়ে, আল্লাহর ইচ্ছায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হবে এবং তা এই ভুল সংশোধনে ভূমিকা রাখবে, যা একটি অগ্রহণযোগ্য ভুল।” প্রধানমন্ত্রী পদে মুবারকের মনোনয়নের দিকে ইঙ্গিত করে এসব কথা বলেন তিনি। ইয়েমেনের রাজনৈতিক পরিবর্তন তদারককারী সরকারি এক কমিটি বিবৃতিতে জানিয়েছে, প্রেসিডেন্ট হাদি মুবারকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এতে হাউবিরা প্রতিবাদ বিক্ষোভ আর করবে না বা পরিস্থিতি আরো অস্থির করে তুলবে না বলে নীতিগতভাবে সম্মত হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁর তৈরি লেপ-তোষক যাচ্ছে দেশের শীতপ্রবন এলাকায়

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সারা দেশের মতো মাঘের ঘনকুয়াশা আর শৈতপ্রবাহের কারণে গ্রামীণ জনপদে জেঁকে বসেছে …