22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের মহিলা হোস্টেলটি সামান্য আকাশের বৃষ্টিতেই তলিয়ে যায়

নওগাঁর জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের মহিলা হোস্টেলটি সামান্য আকাশের বৃষ্টিতেই তলিয়ে যায়


এনবিএন ডেক্স: নওগাঁ জেলার শ্রেষ্ট বিদ্যাপিট মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজের মহিলা হোস্টেলটি দীর্ঘ দিন থেকে সামান্য আকাশের বৃষ্টিতে তলিয়ে গেলেও দেখার কেউ নেই! কলেজ কৃর্তপ সংশ্লিষ্ট শিা দপ্তর থেকে শুরু করে সর্ব সেক্টরে অভিযোগ দিলে কারও নজরে আসেনি। ভাল শিা লাভের আশায় জেলার দুর-দুরান্ত থেকে আসা ছাত্রীরা কলেজ হোস্টেলে অবস্থান করে। হোস্টেলের পরিবেশ ভাল না থাকলেও গরীব ও মেধাবী ছাত্রীরা ওই হোস্টেলে থেকেই লেখা-পড়া করে থাকে। এই কলেজের অধ্য মোঃ নাজিম উদ্দীন মিঞা দুলাল জানান, কলেজটি প্রতিষ্টি হওয়ার পর থেকেই শতভাগ শিার্থী  মেধা তালিকায় রয়েছে। কলেজ হোস্টেলে ৩৬জন গরীব শিার্থী রয়েছে। হোন্টেলে তাদের  বিভিন্ন সমাস্য থাকলে তারা ভাল রেজাল্ট এর জন্য সেই সমস্যা মনে করে না, তবে সামান্য আকাশের বৃষ্টিতেই তলিয়ে যায় কলেজ হোস্টলটি। এব্যাপারে স্থানীয় প্রশাশনে এ সমস্যার চিত্র তুলে ধরেও  কোন সাড়া মিলেনি। এই কলেজে স্কুল শাখায় ৪৫০জন শিার্থী ও কলেজ শাখায় ৬৭৮ জন শিার্থী রয়েছে। শতভাগ শিার্থী এই বিদ্যালয় ও কলেজ থেকে পাশ কওে আসছে। তিনি এই কলেজ হোস্টলটির সুন্দর পরিবেশ ও বৃষ্টির পানি নিঃকাশনের জন্য কৃর্তপরে সুদৃষ্টি কামনা করেন।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …