2 Joishtho 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৭ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / নওগাঁর রাণীনগর সদর হতে আবাদপুকুর-আত্রাই প্রধান সড়কের বেহালদশা ॥ নজর নেই কর্তৃপরে

নওগাঁর রাণীনগর সদর হতে আবাদপুকুর-আত্রাই প্রধান সড়কের বেহালদশা ॥ নজর নেই কর্তৃপরে


এনবিএন ডেক্স: নওগাঁর রাণীনগর উপজেলা সদর হতে আবাদপুকুর-আত্রাই সড়কের মাঝে মাঝে বড় বড় খানা-খন্দকে ভরপুর এতে করে ছোট যানবাহন থেকে শুরু করে বড় যানবাহন গুলো পণ্য ও যাত্রী নিয়ে জীবনের ঝুঁকিতে চলাচল করছে। উপজেলা সদর হতে আবাদপুকুর যাওয়ার প্রধান সড়কের প্রায় কয়েক কি.মি. এবং উপজেলার কুবড়াতলী মোড় হতে আত্রাই যাওয়ার প্রধান সড়কের প্রায় ১০-১২ কিঃমিঃ রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়াই বর্তমানে চলাচলের অনুপোযোগি হয়ে পড়েছে। এতে প্রতিনিয়তই যাত্রী সাধারণদের ভোগান্তি পোহাতে হচ্ছে আর ঘটেই চলেছে ছোট-বড় দুর্ঘটনার। প্রধান এই সড়কের উপড় দিয়ে বড় বড় যানবাহন চলাচল করায়, বাইপাস কোন সড়ক না থাকায়, পাকা করণ কাজ মান সম্মত না হওয়াই ও অতিবৃষ্টির কারণে সড়কের এই বেহাল দশা হয়েছে বলে অনেকের মন্তব্য। রাণীনগরের প্রাণকেন্দ্র বিএনপি’র মোড় হতে উপজেলা যাওয়ার মাঝে একাধিক স্থানে, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এবং সোনাকানিয়া-সিম্বা যাওয়ার মাঝের রাস্তা সহ পুরো পাঁকা রাস্তার মাঝে মাঝে পাঁকা উঠে যাওয়াই বৃষ্টির পানি জমে তৈরি হয়েছে এই সব বড় বড় গর্তের। দীর্ঘদিন যাবত এই সব বড় বড় গর্ত সহ  রাস্তার কোন সংস্কারের কাজ না করায় আজ রাস্তা নামের দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের রাস্তার অবস্থা খুবই বেহাল দশা হওয়াই এই বিদ্যালয় সহ মহিলা অনার্স কলেজে যাতায়াত করতে প্রতিণই বিপদে পড়তে হচ্ছে শিার্থীদের। রাস্তা খারাপ হওয়াই মটর সাইকেল আরোহীরা, ভ্যান ও ভটভটি চালকেরা এই বিদ্যালয়ের গেট সংলগ্ন জায়গা দিয়ে চলাচল করায় বিপদে পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিার্থীদের। এতে বিদ্যালয়ে প্রবেশের সময় বিভিন্ন যানবাহনের সঙ্গে ধাক্কা খাওয়াই আহত হতে হচ্ছে শিার্থীদের তবুও নজর নেই সংশ্লিষ্ট কর্তৃপরে। অত্র এলাকাটি ধান চাষের জন্য বিখ্যাত বলে ধান সহ অন্যান্য পণ্য পরিবহনের প্রধান ব্যস্ত এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত বড় বড় যানবাহন চলাচল করে। এতে করে রাস্তার এই সমস্যা দিনে দিনে আরও প্রকট আকার ধারণ করছে। অচিরেই যদি এই রাস্তার সংস্কারের কাজ করা না হয় তাহলে রাণীনগর উপজেলার এই প্রধান সড়কটি চলাচলের জন্য অনুপোযোগি হয়ে পড়বে বলে স্থানীয় বাসীরা আশংকা প্রকাশ করছেন। একমাত্র এই সড়কটিই রাণীনগর-আবাদপুকুর-আত্রাই হতে নওগাঁ যাওয়ার একমাত্র পথ হওয়াই শত দুর্ভোগকে উপো করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রী সাধারণদের। অচিরেই এই দুর্ভোগ হতে উত্তোরণ পেতে চান যাত্রী সাধারণ ও স্থানীয় এলাকাবাসী  সহ সচেতন মহল। এই বিষয়ে রাণীনগর সদর ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান খাঁন(রুকু) জানান, রাণীনগরের সদর হতে আবাদপুকুরের প্রধান সড়কটির কিছু অংশ আমার ইউপি’র মধ্য অবস্থিত হলেও এটি উপজেলা পরিষদের আওতায়। তবুও আমি প্রধান সড়কের এই সব খানা-খন্দকের সংস্কারের জন্য একাধিকবার উপজেলা পরিষদ বরাবর জরুরী ভিত্তিতে লিখিত অভিযোগ দিয়েছি। এই বিষয়ে উপজেলা প্রকৌশলী আবু মোঃ শফিউল আজম জানান, উপজেলার এই দুটি প্রধান সড়কের বর্তমানে বেহাল দশা। এর সংস্কারের কাজের খরচ অনেক। তাই পরবর্তীতে জেলা পরিষদ থেকে কোন বরাদ্দ পাওয়া গেলে এর সংস্কার কাজ শুরু করা হবে।

আরও পড়ুন...

নওগাঁর তৈরি লেপ-তোষক যাচ্ছে দেশের শীতপ্রবন এলাকায়

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সারা দেশের মতো মাঘের ঘনকুয়াশা আর শৈতপ্রবাহের কারণে গ্রামীণ জনপদে জেঁকে বসেছে …