14 Boishakh 1432 বঙ্গাব্দ রবিবার ২৭ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / ৪৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসান শিক্ষার্থীদের শরীর ও মন ভালো রাখতে খেলা ধুলার বিকল্প নেই

৪৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুল আহসান শিক্ষার্থীদের শরীর ও মন ভালো রাখতে খেলা ধুলার বিকল্প নেই

সাতক্ষীরা প্রতিনিধি: ৪৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৫টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতি আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শেখ নিজাম উদ্দীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। এসময় তিনি বলেন, “গ্রামীণ বিভিন্ন খেলা ধুলার মধ্যে ফুটবল খেলা জনপ্রিয় একটি খেলা। আজকের এ খেলায় মাঠের কানায় কানায় দর্শক দেখে তার প্রমাণ মেলে। একজন শিক্ষার্থীর মেধা বিকাশের পাশাপাশি খেলা ধুলার গুরুত্ব অনেক বেশি। লেখা পড়ার পাশাপাশি ছাত্র ছাত্রীকে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে হবে। শরীর ও মন ভালো রাখতে খেলা ধুলার বিকল্প নেই। আজকের শিার্থীরাই আগামী দিনে দেশ গড়ার কারিগর। এজন্য শিক্ষার্থীদের সুস্বাস্থ্য গঠন করতে ও দেশ ও জাতির কল্যাণে কাজ করার মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওহেদুজ্জামান, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক রহমান, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মঞ্জুরুল আলম।
৪৩তম গ্রীষ্মকালীন এ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ফুটবল (ছাত্র) খেলায় অংশ গ্রহণ করেন শ্যামনগর কাঠালবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয় বনাম কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। উক্ত খেলায় হাড্ডাহাড্ডি লড়ায়ের মধ্য দিয়ে নির্ধারিত সময়ে উভয় দল গোল দিতে না পারায় টাইবেকারে ৪-৩ গোলে শ্যামনগর কাঠালবাড়ীয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মোশারফ হোসেন, আবু ওহিদ, আনিসুর রহমান ও জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার এনামুল হক বিশ্বাস, জেলা শিক্ষা অফিসের বৈজ্ঞানিক কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী পরিদর্শক তাপস কুমার দাশ, প্রভাস কুমার দাশ, মোঃ হাসানুজ্জামান, প্রধান শিক্ষক মোঃ শফিউদ্দীন, রেজাউল করিম, রেজাউল ইসলাম, ক্রীড়া শিক্ষক সিরাজুল ইসলাম, এম. ঈদুজ্জামান ইদ্রিস, আমিনুর রহমান উল্লাস, ফারুক হোসেন, ভদ্র কান্ত সরকার, জাহিদ হাসান, আব্দুর রউফ, মোবাশ্বেরুর রহমান, রফিকুল ইসলাম, মনোরঞ্জন মন্ডল, রফিকুল ইসলাম খান, আবু সাঈদ, ইমরান ফকির, জাহাঙ্গীর আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিফা রেফারী তৈয়্যেব হাসান বাবু ও ক্রীড়া শিক্ষক এম ঈদুজ্জমান ইদ্রিস।

 

আরও পড়ুন...

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলের দাবিতে নওগাঁয় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধিঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবলকে …