এনবিএন ডেক্স: সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাবও সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল ৩০ আগস্ট ২০১৪ তারিখ বিকাল আনুমানিক ০৫.৩০ ঘটিকায় নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন পূর্ব দরইল গ্রামে অভিযান পরিচালনা করে মোছাঃ মোক্তা বানু (৩০), স্বামী-মোঃ শরিফুল ইসলাম, সাং-পূর্ব দরইল, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁ’কে আমাদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-১৩৮০ বোতল সহ গ্রেফতার করেছে। উক্ত ঘটনায় মোঃ শরিফুল ইসলাম (৪০), পিতা-মৃত আফছার আলী সরদার, সাং- পূর্বদুরইল, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁ পলাতক রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতার কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, অদ্য ৩০ আগস্ট ২০১৪ তারিখ আনুমানিক ০৪.৩০ ঘটিকায় র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন পূর্ব দরইল গ্রামে ফেনসিডিল মজুদ করে রাখা হয়েছে। এরূপ খবর পেয়ে র্যাবের অপারেশন দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আসামী মোক্তা বানু’কে নিজ বসত বাড়ী হতে আমাদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল-১৩৮০ বোতল সহ গ্রেফতার করতে সক্ষম হয়। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …