14 Chaitro 1430 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সাতক্ষীরায় ভূলে ভরা ও নি¤œ মানের টেস্ট পেপার কিনতে বাধ্য করার অভিযোগ

সাতক্ষীরায় ভূলে ভরা ও নি¤œ মানের টেস্ট পেপার কিনতে বাধ্য করার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি: দরগাপুর এস.কে.আর.এইচ. কলেজিয়েট স্কুলের ইংরেজি প্রভাষক তপন কুমার সরকারের বিরুদ্ধে মোটা অংকের আর্থিক সুবিধা গ্রহণ করে ভূলে ভরা ও নি¤œ মানের টেস্ট এ্যানালাইসিস এন্ড টেস্ট পেপার চালানোর অভিযোগ উঠেছে। সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বাজারে উন্নতমানের বিভিন্ন টেস্ট পেপার থাকলেও জধরংযধ নামে একটি ভূলে ভরা ও নি¤œ মানের ‘ ইংলিশ মডেল কোশ্চেন ১ম পত্র’ বই শিক্ষার্থীদের কিনতে বাধ্য করছেন প্রভাষক তপন কুমার সরকার। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, আমরা বাজারের উন্নত মানের টেস্ট পেপার ২৭০ টাকায় কিনতে চাইলেও স্যার আমাদের এ নি¤œ মানের টেস্ট পেপার ৩০০/৩২০ টাকায় কিনতে বাধ্য করছেন। অভিভাবক মোঃ ছফিউল্লাহ জানান, “যে টেস্ট পেপারের শুরুতেই কভার পেজে টেস্ট এ্যানালাইসিস বানানটিও ভূল এবং বইটির ভিতরে দরগাপুর এস.কে.আর.এইচ. কলেজিয়েট স্কুলের নামসহ অসংখ্যা বানান ভূল রয়েছে। যা শিক্ষার্থীদের সৃজনশীল জ্ঞান অর্জনের পথে বাধাঁ হয়ে দাড়িয়েছে। এব্যাপারে উক্ত কলেজের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।” এব্যাপারে বাকা বাজারের গাজী লাইব্রেরীর মালিক বলেন, “দরগাপুর এস.কে.আর.এইচ. কলেজিয়েট স্কুলের ইংরেজি প্রভাষক তপন কুমার সরকারের কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, মানুষ ভুলের উর্দ্ধে নয়, সুতরাং বইতে ভূল থাকতেই পারে। তবে আর্থিক সুবিধা ও শিক্ষার্থীদের এ বই কিনতে বাধ্য করার বিষয়টি সঠিক নয়।” বাকা বাজারের ‘গাজী লাইব্রেরী’কে আর্থিক সুবিধা দিয়ে এ নি¤œ মানের বই বাজারজাত করা হচ্ছে বলে পুস্তক ব্যবসায়ীরা অভিযোগ করেন।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …