এনবিএন ডেক্স: নওগাঁয় লেবুচাষিদের সুদিন ফিরে এসেছে। বিশেষ করে রমজান মাসকে ঘিরে লেবুর চাহিদা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় চাষিদের কপাল খুলে গেছে। লেবু চাষের জন্য এখানকার মাটি এবং আবহাওয়া খুবই সহায়ক বলে কৃষি সংশ্লিষ্টরা জানান। এ কারণে গুণেমানে খুবই উৎকৃষ্ট হওয়ায় এখানে উৎপাদিত লেবু স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় রাজধানী ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে। নিকট অতীতেও এখানে পরিকল্পিত কোন লেবুচাষ ছিল না বলে সংশ্লিষ্টরা জানান। ভিটামিন সি’তে ঠাসা রসালো এ লেবুর গুরুত্ব, চাহিদা এবং বাজারমূল্যে অধিক লাভ দেখতে পাওয়ায় এখন অনেকেই ওই লেবু চাষে ব্যাপক উদ্যোগী হয়েছেন। ব্যাপক বিস্তৃত এ জেলার অনেক স্থানে কৃষক থেকে শুরু করে সৌখিন মানুষজনও লেবু চাষে সম্পৃক্ত হয়েছেন। কেউ আবার পরিকল্পিত চাষাবাদ না করলেও অন্ততঃ বাড়ির আঙ্গিনায় একটি হলেও লেবুগাছ লাগিয়ে রেখেছেন। এতে পরিবারের ভিটামিন সি’র চাহিদা মিটছে। এক গ্লাস শরবতের সাথে লেবু রসের সামান্য মিশ্রণে রোজাদারদের বাড়তি তৃপ্তি যোগ করে দেয় ইফতারীতে। নওগাঁ সদর উপজেলাসহ মহাদেবপুর, মান্দা, বদলগাছী একাধিক স্থানে পরিকল্পিতভাবে উৎকৃষ্টমানের লেবুচাষ করে বহু কৃষক পরিবারে বাড়তি আয়ের পথ বেছে নিয়েছেন। পরিবারগুলোতে ফিরে আসছে স্বচ্ছলতা। এসব লেবু রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের চাহিদা পূরণেও ব্যাপক ভূমিকা রাখছে। কৃষি অভিজ্ঞরা জানান, উৎকৃষ্টমানের লেবুচাষের জন্য নওগাঁ জেলার প্রায় জমি খুবই উপযোগী। এসব এলাকায় আরও ব্যাপক পরিকল্পনার ভিত্তিতে চাষের মাধ্যমে প্রতিবছর যে পরিমাণ লেবু উৎপাদনের সম্ভাবনা রয়েছে, তা থেকে গ্রামীণ অর্থনীতির চাকা আরও দ্রুত সচল ও সবল হবে বলে দৃঢ় মত পোষণ করেন কৃষি সংশ্লিষ্টরা। তারা জানান, এখানে ছড়িয়ে-ছিঁটিয়ে কয়েক হাজার হেক্টর জমি রয়েছে যেসব জামিতে অনায়াসে সারা বছর উৎকৃষ্টমানের লেবুচাষ করা সম্ভব। স্থানীয়ভাবে লেবুচাষিদের মধ্যে আজাহার আলী, মকবুল হোসেন, তাহের উদ্দীন, বাদেশ আলী ও লাল মিঞা জানান, তারা পতিত থাকা জমি এবং কোথাও ফসলী জমির আইলে পরিকল্পিত লেবুর চাষ করেছেন। তেমন বাড়তি যতœ নিতেই হয় না। খুব স্বল্প শ্রম আর সামান্য খরচে অনায়াসে গড়ে তোলা এসব বাগান থেকে তারা এখন প্রতি ১০০ লেবু ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি করছেন। প্রতিটি গাছে কয়েকশ’ করে লেবু ধরে থাকে। এসব লেবু বিক্রির জন্য বাজারেও যেতে হয় না। পাইকাররা এসে বাগান থেকেই ক্রয় করে নিয়ে যান। এ বিষয়ে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস.এম.নূরুজ্জামান মন্ডল বলেন নওগাঁর অধিকাংশ জমিই লেবু চাষের জন্য উপযোগী। স্বল্প খরচে এবং পতিত জমিতে লেবু চাষ করা যায় এবং আর্থিক ভাবে লাভবান হওয়া যায়।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …