15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / স্বাস্থ্য / মাত্র ২ জন ডাক্তার নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট : স্বাস্থ্যসেবা বিঘিœত!!

মাত্র ২ জন ডাক্তার নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট : স্বাস্থ্যসেবা বিঘিœত!!

এনবিএন ডেক্স: নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা বিঘিœত হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় অল্প কয়েকজন ডাক্তার চিকিৎসা সেবা দিতে হিমসিম খাচ্ছেন। সরেজমিন গিয়ে জানা যায়, মাত্র তিনজন ডাক্তার দিয়ে ৮ ইউনিয়নের বৃহৎ এ উপজেলার লাখ লাখ লোকের চিকিৎসা চলছে। এ জন্য যেমন হিমশিম খেতে হচ্ছে ডাক্তারদের তেমনি দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এ স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট সার্জারি, কনসালটেন্ট মেডিসিন, আবসিক মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসারের গুরুত্বপূর্ণ পদগুলো শূন্য রয়েছে দীর্ঘদিন থেকে। মাঝে মধ্যে এ পদগুলোর মধ্য থেকে কোন পদে নিয়োগ দেয়া হলেও তা স্থায়ী হয় না। কেননা নিয়োগ প্রাপ্তরা উপজেলা সদরের চেয়ে যে কোন জেলা সদর বা বিভাগীয় শহরে থাকতে আগ্রহী। তাই তারা বিভিন্ন ট্রেনিং ও বিশেষ কোর্সের অজুহাতে এখানে স্থায়ী হতে রাজি হন না। এজন্য বর্তমানে মাত্র ২ জন ডাক্তার দিয়ে বৃহত্তর এ জনগোষ্ঠীর চিকিৎসা চলছে। জানা যায়, এ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও ইনডোরে প্রতিদিন প্রায় দুই থেকে আড়াইশ রোগীর চিকিৎসা দিতে হয়। ডাক্তার সংকটের কারণে প্রায়ই রোগীদের দুভর্ােগ পোহাতে হয়। ইনডোরে যেসব রোগী রয়েছে তারাও ঠিকমত সেবা পান না বলে অভিযোগ রয়েছে অনেকের। ভুক্তভোগীরা জানিয়েছেন, যথাসময়ে ডাক্তার পাওয়া যায় না। মেডিকেল এ্যাসিসটেন্ট বা ডিপ্লোমা ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ইনডোরে রোগীদের চিকিৎসা করা হয়। বিশেষজ্ঞ কোন ডাক্তার না থাকায় অনেক পরিবারের লোকজন কষ্ট করে হলেও তাদের রোগীদের অন্যত্র নিয়ে চিকিৎসা করান। এদিকে শুধু চিকিৎসক সংকটই নয় এ স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজার, স্টাফ নার্স, স্টোরকিপার, সহকারী নার্স, এফপিআই টেকনিশিয়ান, সহকারী মেডিকেল অফিসার, ওয়ার্ডবয়, কুক ও মালীসহ প্রায় ২২টি পদ শূন্য রয়েছে। এ ব্যাপারে আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আলহাজ ডা. আব্দুস সালাম বলেন, চিকিৎসকসহ শূন্যপদে লোক নিয়োগের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিয়োগ দেয়া হয়নি। একজন আবাসিক মেডিকেল অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ডাক্তারের নিয়োগ দেয়া হলে চিকিৎসা সেবার মান বাড়ানো সম্ভব হবে।

আরও পড়ুন...

নওগাঁয় একটি বে-সরকারি ক্লিনিক সিলগালা ঃ ৪টি ক্লিনিকে জরিমানা

এনবিএন ডেক্সঃ নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্সবিহীন, ডিউটি ডাক্তার ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকায় অভিযান …