এনবিএন ডেক্সঃ নওগাঁর আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর মেধাবী ছাত্রী আইরিন আক্তার তৃষা (১২) স্কুল ছাত্রীর এক নতুন ও বৈচিত্র অসুখে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অর্থ ও চিকিৎসার অভাবে যে কোন সমায় এই মেধাবী ছাত্রীর জীবন প্রদীপ নিভে যেতে পারে। এক বছর যাবত তার বাম চোখের মনি ও শরীরের বিভিন্ন অংশ ফেটে দিনে ৫-৬ বার রক্ত ঝড়ছে। ৩ মাস আগে দেশের বাহিরে অপারেশনের তারিখ নির্ধারন করা হলেও কেবল মাত্র অর্থ অভাবে অপারেশন করা সম্ভব হয়নি। গত ২০১২ সালের নভেম্বর মাসে তার এ নতুন ও বৈচিত্র রোগ ধরা পড়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকগন টিম গঠন করে এ রোগ নির্ণয় করতে না পারায় তাঁদের পরামর্শ ক্রমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ব্যাপক পরীক্ষা নিরীক্ষা শেষে এ রোগের চিকিৎসা বাংলাদেশে নেই বলে চিকিৎসকগন জানায়। এই জন্য যত দ্রুত সম্ভব আমেরিকা অথবা ভারতে তারে নিয়ে যাওয়া প্রয়োজন। এত খরচ হবে ১০ থেকে ১৫ লক্ষাধিক টাকা। আইরিন আক্তার তৃষার বাবা হতদরিদ্র পেশায় একজন কাঠমিস্ত্র হওয়ার কারনে চরম বিপাকে পড়েছে। তার পক্ষে মেয়ে আইরিন আক্তার তৃষার চিকিৎসা কারানো সম্ভব নয়। তাই তারা সমাজের বিত্তবান ব্যক্তিদের নিকট এই রমজান মাসে জাকত, ফেতরাসহ সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন। বর্তমানে আইরিন আক্তার তুষা মৃত্যুর প্রহর গুনছে। আপনাদের সাহায্যে ফিরে পেতে পারে তার জীবন। আইরিন আক্তার তৃষা আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আমিনুল ইসলামের একমাত্র কন্যা। তাকে এক নজর দেখার জন্য শত শত লোক ভীড় করছে। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা আমিনুল ইসলাম (আইরিন আক্তার তৃষার পিতা), বিকাশ একাউন্ট ০১৭৬৭৫১৫১৯৪, ডাচ্ বাংলা ব্যাংক একাউন্ট০১৭৬৭৫১৫১৯৪-২।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …