21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর সাপাহারে আদিবাসীর লাশ উদ্ধার

নওগাঁর সাপাহারে আদিবাসীর লাশ উদ্ধার

এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহারে রাপিয়া উরাও (৪৮) নামের এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার তিলনা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সন্নিকটে তিলনা শিশাহাট পাকা সড়কের পার্শ্ব থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। রাপিয়া উড়াও সাপাহার উপজেলার বাবুপুর গ্রামের মৃত রাম উড়াও এর পুত্র। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাপিয়া উরাও গত সোমবার মহাদেবপুর উপজেলার জন্ডীগ্রামে তার মেয়ের বাড়ী বেড়াতে যায়। সকলের ধারনা সে ওইদিন মেয়ের বাড়ী হতে নিজ বাড়ী ফেরার পথে রাস্তায় অধিক হরে নেশা পান করে ওই স্থানে বেশামাল হয়ে ঢলে পড়ে মারা যায়। তার লাশ উদ্ধার করে সুরতহালের সময় তার শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন দেখতে পায়নি পুলিশ। এ ঘটনায় সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …