এনবিএন ডেক্স: মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের সম্মাননা স্মারক হিসেবে দেয়া ক্রেস্টে নির্ধারিত পরিমাণ সোনা না দেয়ায় সরবরাহকারী দুটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এনায়েতউল্লাহ খান বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন। মামলায় ক্রেস্ট সরবরাহকারী প্রতিষ্ঠান বনানীর এমিকনের মালিক মীর দাউদ আহমেদ ওরফে নাজিম এবং শান্তিনগরের মেসার্স মহসিনুল হাসানের মালিক মো. মোহসিনুল হাসানের বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। দুর্নীতি দমন কমিশন মামলাটি তদন্ত করবে বলে ওসি জানিয়েছ্নে। মামলায় বলা হয়, সম্মাননা ক্রেস্টে নির্ধারিত পরিমাণ সোনা না দিয়ে সরবরাহকারীরা প্রতারণা করে অর্থ আত্নসাৎ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান রাখায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন বিগত সরকার বিদেশি বন্ধুদের সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নেয়। গত বছরের অক্টোবর পর্যন্ত সাত ধাপে প্রায় আড়াইশ বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। একটি জাতীয় দৈনিকে গত ৬ এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই সম্মাননা ক্রেস্টে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম স্বর্ণ দেয়া হয়। তাছাড়া রুপার পরিবর্তে দেয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনা ওঠে। এর সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তোলে সেক্টর কমান্ডারস ফোরাম। এক পর্যায়ে ঢাকার বিভাগীয় কমিশনারকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি করা হয়। সংসদেও আলোচনা ওঠার পর গত ২৪ এপ্রিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি উপ-কমিটি গঠন করে।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি বন্ধুদের নতুন করে পদক (ক্রেস্ট) দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদকে একটি স্পষ্টীকরণ চিঠি দেয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ‘বিদেশি পদক গ্রহণকারী বন্ধুদের পূর্বের পদকের পরিবর্তে নতুন পদক দেয়া হবে, মন্ত্রণালয় কর্তৃক এ রকম কোন সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। তাছাড়া এ ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ারও এ মন্ত্রণালয়ের নেই’। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তে পররাষ্ট্র এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অনুষ্ঠানের মাধ্যমে বিদেশি বন্ধুদের পদক দিচ্ছে। কিন্তু সমপ্রতি পত্র-পত্রিকায় বিদেশি বন্ধুদের সম্মাননা ক্রেস্টে স্বর্ণ জালিয়াতির ঘটনা প্রকাশিত হয়। নতুন করে পদক দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার মন্ত্রিপরিষদ বিভাগের বলেও জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।