এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর মুখে। সেই অবস্থায় রোগীকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে বললেন চিকিৎসা সহকারী। নইলে তিনি রোগীকে ঘাড় ধরে হাসপাতাল থেকে বের করে দিবেন বলেও হুমকি দিয়েছেন সদ্য যোগদানকৃত চিকিৎসা সহকারী ইমরান হোসেন। গত মঙ্গলবার সন্ধ্যায় পেটের ব্যাথায় সু-চিকিৎসার জন্য ধামইরহাট হাসপাতালে আসেন উপজেলার পৌর সদরের আবু তাহেরে স্ত্রী সাবিনা ইয়াসমিন (৪০)। তিনি অভিযোগ করে বলেন, হাসপাতালে চিকিৎসা সহকারী ইমরান হোসেন রোগীর নিকট ভাল করে না শুনেই নিজের ইচ্ছামত ব্যবস্থাপত্র লিখে ১৯নং বেডে ভর্তি করান। রোগী সাবিনা দায়িত্বরত নার্সকে বার বার কি ইনজেকশন দিচ্ছেন প্রশ্ন করলেও তিনি তাতে তোয়াক্কা না করে জোর করে ইনজেকশন দেন। কিছুক্ষনের মধ্যে রোগীর অবস্থা আশংকাজনক হয় এবং সমস্ত শরীর ফুলে উঠে দম বন্ধের উপক্রম হয়। এমন অবস্থায় রোগী ধড়ফর-ছটফট করতে থাকে এবং জীবন বাঁচাতে চিৎকার আরম্ভ করেন। তাৎক্ষনিক ভাবে অক্সিজেন প্রদানের মাধ্যমে রোগী সাবিনা নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। এ সময় চিকিৎসা সহকারী ইমরান হোসেন রোগীর নিকট এসে কোন কিছু না শুনে রোগীকে ধমক দিতে থাকে। রোগীর অসুস্থতার জন্য রোগী কাতরালে উক্ত চিকিৎসা সহকারী তাকে বলে চুপ কর! নইলে এই মুহুর্তে ঘাড় ধরে হাসপাতাল থেকে বের করে দিব। রোগীর অভিযোগের প্রেক্ষিতে চিকিৎসা সহকারী ইমরান হোসেনের সাথে টেলিফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আংশিক সত্য এবং রোগীর লোকজনের সাথে তার মিমাংসা হয়েছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা মোহাম্মদ আলীর সঙ্গে কথা বললে তিনি ঘটনাটি শুনেছেন বলে জানান। এ বিষয়ে ধামইরহাট ইউএনও হেমায়েত উদ্দিন এহেন কর্মকান্ডের নিন্দা প্রকাশ করেন এবং নওগাঁর সিভিল সার্জন ডাঃ আলাউদ্দিন অভিযুক্ত চিকিৎসা সহকারীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
Home / প্রতিবেদন / চিকিৎসা সহকারীর দাপট নওগাঁর ধামইরহাটে রোগীকে লাঞ্চিত করে হাসপাতাল থেকে বের করে দিতে চাইলেন চিকিৎসা সহকারী!!
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …