21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মান্দায় ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না তিন সহস্রাধিক ভটভটি চালক!!

নওগাঁর মান্দায় ঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না তিন সহস্রাধিক ভটভটি চালক!!

এনবিএন ডেক্স: মহাসড়কে ভটভটি চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ায় নওগাঁর মান্দায় তিন সহস্রাধিক চালক চরম বিপাকে পড়েছেন। উপার্জনের পথ বন্ধ হওয়ায় ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না তারা। কিস্তির চাপে ইতোমধ্যে অনেকেই বাড়িছাড়া হয়েছেন। পরিবারের সদস্যদের নিয়ে চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটছে অনেকেই। জানা গেছে, উপজেলার ২৪টি ভটভটি মালিক সমিতির আওতায় তিন সহস্রাধিক ভটভটি মহাসড়কসহ বিভিন্ন ফিডার রাস্তায় চলাচল করে। সমপ্রতি বাস মালিক সমিতির দাবির প্রেক্ষিতে প্রশাসন মহাসড়কে ভটভটি চলাচল বন্ধ করে দেন। এতে ভটভটি চালকরা কর্মহীন হয়ে পড়েন। উপার্জন বন্ধ হয়ে যাওয়ায় ঋণের টাকায় কেনা ভটভটির কিস্তি দিতে পারছেন না তারা। কিস্তি দিতে না পারায় সংশ্লিষ্ট এনজিও’র চাপে শহিদুল ইসলাম, মজিবর রহমান, আমিনুল ইসলাম, রহিদুল ইসলামসহ অন্তত: ২০ জন চালক ইতোমধ্যে বাড়িছাড়া হয়েছেন। অনেকের পরিবারে নেমে এসেছে চরম দুর্দিন। উপজেলা শ্রমিক কল্যাণ ভটভটি মালিক সমিতির সভাপতি রবিউল ইসলাম কাজল জানান, ফিডাররোড়ে চলাচল করা হলেও বেশকিছু এলাকায় মহাসড়ক দিয়েই যেতে হয়। মহাসড়কে উঠলেই পুলিশ ভটভটি আটক করে থানায় নিচ্ছে। আবার অনেক সময় ভটভটির ফিতা কেটে দিচ্ছেন তারা। ভটভটি সমিতির সাধারন সম্পাদক মোশারফ হোসেন বলেন, মহাসড়কে উঠতে না পারায় প্রতিদিন দুই থেকে আড়াই হাজার ভটভটি চলাচল করতে পারছে না। শাখা রাস্তায় কিছু ভটভটি চলাচল করলেও সে আয় দিয়ে ডিজেল ও যন্ত্রাংশের খরচ জুটছে না। অচিরেই এ অবস্থার আশু সমাধান কামনা করেন ভটভটি মালিক সমিতির এসব নেতারা। অন্যদিকে এ উপজেলায় পটল, বেগুন, আলু, কচুসহ বিভিন্ন প্রকার সবজির বিপুল পরিমান উৎপাদন হয়ে থাকে। এলাকার চাহিদা মিটিয়ে প্রতিদিন অন্তত: ১৫-১৬ ট্রাক সবজি দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। সবজির এ ভরা মৌসুমে ভটভটি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় কৃষিজাত পণ্য পরিবহণে এলাকার কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের ক্ষেতে উৎপাদিত সবজি সময়মত বাজারে নিতে পারছেন না। বিকল্প পরিবহণ হিসেবে ভ্যান ব্যবহার করলেও আগের তুলনায় ব্যয় বেড়ে গেছে দুই-তিন গুন। কৃষকদের পাশাপাশি গরু ও মাছ ব্যবসায়িরাও চরম বিপাকে পড়েছেন। ভটভটি চলাচল বন্ধ হওয়ায় দুর-দুরান্তের হাটে তারা যেতে পারছেন না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন তারা। স্বল্প খরচে পণ্য পরিবহণের অন্যতম মাধ্যম ভটভটি চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন কৃষক ও ব্যবসায়িরা।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …