15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / হরিপুরে র‌্যাব ফেন্সিডিল, কষ্টি পাথর ও রূপী উদ্ধার আটক দুই

হরিপুরে র‌্যাব ফেন্সিডিল, কষ্টি পাথর ও রূপী উদ্ধার আটক দুই

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী রংপুরিয়াপাড়ায় ফজর আলীর বাড়ীতে গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, দিনাজপুর, ডিএডি মকবুল হোসেনের নেতৃত্ত্বে অভিযান চালিয়ে ৫০ বতল ফেন্সিডিল, ৩ কেজি ২২০ গ্রাম, একটি কষ্টিপাথর ও ভারতীয় ৫শ টাকার একটি ভারতীয় রুপী উদ্ধার করেছে। এসময় নুরুল ইসলাম (২৫) ও ফজর আলীর স্ত্রী রুমি (২৫) কে আটক করে মালামালসহ হরিপুর থানায় নিয়ে আসে। মালামাল জব্দ তালিকা করে হরিপুর থানায় একটি মামলা দায়ের করে আটককৃত দুই জনকে গতকাল শুক্রবার ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …