অভিনয়ের জন্য কত কি না করতে হয় অভিনেতাদের। কখনও ন্যাড়া হচ্ছেন, তো কখনও বড় চুল রাখছেন। কখনও আবার রোগা হচ্ছেন, তো কখনও হচ্ছেন মোটা। চরিত্রকে ঠিকভাবে ফুটিয়ে তুলতে পরিচালকের কথার ইশারায় শুধুই নিজেকে চেঞ্জ করে চলছেন নায়ক-নায়িকারা। এই যেমন প্রিয়াঙ্কা চোপড়া। ‘মেরি কম’ ছবির জন্য তাকে বাড়াতে হয়েছিল একটু মেদ, কারণ মেদের উপরেই জিম করে বক্সার লুক আনতে হয়েছিল তাকে। সেই লুক নিয়ে দিব্য চলছিল প্রিয়াঙ্কার মেরিকম সাজ। তবে প্রিয়াঙ্কার ফিটনেসের গল্পতে টু্ইস্ট আনলেন পরিচালক জোয়া আখতার। তার নতুন ছবি ‘দিল ধরেকনে দো’র জন্য ২০ দিনে প্রিয়াঙ্কাকে কমাতে হল প্রায় ৭ কেজি ওজন। জানা গিয়েছে, জোয়া আখতারের এই ছবিতে প্রিয়াঙ্কাকে দেখা যাবে পাঞ্জাবী এক ব্যবসায়ী চরিত্রে। আর এই চরিত্রের জন্যই ছিপছিপে চেহারা দরকার প্রিয়াঙ্কার। জোয়ার কঠোর নির্দেশেই প্রিয়াঙ্কা নাকি কমিয়ে ফেলেছেন ৭ কেজি। আর এ ব্যাপারে তাকে সাহায্য করেছে মেরিকমের ট্রেনার বক্সার ঝরণা সাংভি।
আরও পড়ুন...
নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!
এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …