6 Boishakh 1431 বঙ্গাব্দ শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / বিশ্বকাপ ফুটবল ২০১৪ বিশ্বকাপের দল পরিচিতি

বিশ্বকাপ ফুটবল ২০১৪ বিশ্বকাপের দল পরিচিতি

 স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপ উপলক্ষে পাঠকদের জন্য ৩২টি দলের পরিচিতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবারের আলোচ্য দল নেদারল্যান্ডস। ইউরোপের এই দলটির কড়চা তুলে ধরা হলো-
যেভাবে বিশ্বকাপে নেদারল্যান্ড : ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের ‘ডি’ গ্রুপে খেলেছে নেদারল্যান্ড। ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জয় পেয়েছে ফন গালের শিষ্যরা। এ অঞ্চলের বাছাইপর্বে সর্বোচ্চ ২৮ পয়েন্ট ভা ারে জমা করে ব্রাজিলের বিমান ধরার নিশ্চয়তা পেয়েছে তারা। বিশ্বকাপে নেদারল্যান্ডসের অতীত ইতিহাস : ১৯৩৪ সালে বিশ্বকাপে অভিষেক হয়েছিল ডাচদের। তবে টুর্নামেন্টে নবম স্থানে থেকে সেবার বিদায় নিতে হয়েছিল তাদের। ১৯৭৪ সালে বিশ্বকাপে ইয়োহান ক্রুইফের দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে ওঠে নেদারল্যান্ডস। কিন্তু শিরোপা ধরা দেয়নি তাদের। পরবর্তী বিশ্বকাপেও ফাইনাল খেলে একই ফলাফল নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ডাচদের। সর্বশেষ ২০১০ সালে ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা বিসর্জন দিয়েছে তারা। বিশ্বকাপে নেদারল্যান্ডের শক্তি : অভিজ্ঞ কোচ লুইস ফন গালের বিশ্বকাপ স্কোয়াডে তরুণদের প্রাধান্য দেয়া হয়েছে। বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ নিয়েই ব্রাজিলে যাচ্ছে তারা। বিশ্বকাপে নেদারল্যান্ডসের দুর্বলতা : পাল্টা আক্রমণে বেশ পটু ডাচরা। কিন্তু এ যাত্রায় নিজেরাই সেই মরণ ফাঁদে পড়তে পারেন। কেননা তাদের রক্ষণভাগে উল্লেখযোগ্য কোনো তারকা নেই। বিশ্বকাপে নেদারল্যান্ডের বাজির ঘোড়া : বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার আরিয়েন রোবেনের দক্ষতা সবারই জানা। গত বিশ্বকাপের ফাইনালে গোল মিস করার দুঃসহ স্মৃতি তাকে আজও হয়তো তাড়িয়ে বেড়াচ্ছে। তাই ব্রাজিলে তা পুষিয়ে নেয়ার চেষ্টা করবেন। ম্যানচেস্টার ইউনাইটেডের রবিন ফন পার্সি বড় আসরে নিজেকে নতুনভাবে প্রমাণ করার অপেক্ষায় রয়েছেন। তাছাড়া গত বিশ্বকাপে ডাচদের হয়ে সর্বোচ্চ গোলদাতা ওয়েসলি স্নেইডার (৫) এবারও গোলক্ষুধায় মত্ত হয়ে থাকবেন। বিশ্বকাপে একনজরে নেদারল্যান্ডস, বিশ্বকাপ খেলেছে : ৯ বার
শিরোপা : নেই, ফিফা র‌্যাংঙ্কিং : ১৫, বিশ্বকাপের কোচ : লুইস ফন গাল, ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ : ‘বি’, আসন্ন বিশ্বকাপে তাদের প্রতিপক্ষ : স্পেন, চিলি ও অস্ট্রেলিয়া, বিশ্বকাপে সেরা পারফরম্যান্স : ১৯৭৪, ১৯৭৮, ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালে খেলেছে হল্যান্ড। সাবেক তারকা ফুটবলার : ইয়োহান ক্রুইফ, মার্কো ফন বাস্তিন ও ড্যানিস বার্গক্যাম্প।

আরও পড়ুন...

তানোর উপজেলার অমৃতপুর একতা যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

এন বিএন ডেক্সঃ রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে …