21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার!!

নওগাঁর কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার!!

এনবিএন ডেক্সঃ নওগাঁর আত্রাই উপজেলার ভোঁপাড়া এলাকা থেকে সামছুল আলম (৪০) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সামছুল ভোঁপাড়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন উর-রশীদের ছেলে। এ বিষয়ে আত্রাই থানার ওসি আব্দুল লতিফ জানান, শনিবার সকালে ভোঁপাড়া-কাশিয়াবাড়ী সড়কের পাশের একটি আম গাছে সামছুলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরে হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …