21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় অনির্দিষ্ট কালের জন্য বাস ট্রাক ধর্মঘট চলছে!!

নওগাঁয় অনির্দিষ্ট কালের জন্য বাস ট্রাক ধর্মঘট চলছে!!

এনবিএন ডেক্সঃ অবৈধ যান নছিমন,করিমন.ভটভটি মহাসড়কে চলাচল বন্ধের দাবীতে এবং মহসড়কে পুলিশের চাঁদাবাজী বন্ধের দাবীসহ ৬ দফার দাবীতে নওগাঁ বাস ও ট্রাক মালিক গ্রুপ গতকাল রবিবার সকাল ৬ টা থেকে অনিদিষ্ট কালের জন্য ধর্মঘট শুরু করেছে। গতকাল সকাল ৬টা হতে নওগাঁ থেকে বাস ও ট্রাক কোথাও যায় নাই। এতে দুরপাল্লার যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছে। বাস ট্রাক মালিক গ্রুপের নেতারা জানান, তাদের দাবী না মানা পর্যন্ত অনিদিষ্ট কালের জন্য এ ধর্মঘট চলবে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …