এনবিএন ডেক্স:- নওগাঁর ধামইরহাট সদর সহ ৮টি ইউনিয়নের হাট বাজারগুলোতে ব্যাপক ভাবে আয়োডিন বিহীন লবন অবাধে বিক্রি হচ্ছে। ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন সহ এ উপজেলায় ছোট বড় সব মিলিয়ে ৫০ টি হাট বাজার রয়েছে। সরকার লবন বিক্রয় ক্ষেত্রে ১৯৮৯ সালে প্রণীত আইনে আয়োডিন যুক্ত লবন ছাড়া অন্য কোন প্রকার লবন বিক্রি, আমদানি, উৎপাদন ও গুদামজাত করা সম্পুর্ণরুপে নিষিদ্ধ থাকলেও সরকার পুনরায় ১৯৮২ সালে ১লা ফেব্রুয়ারী থেকে আয়োডিন বিহীন লবন বিক্রি করা সম্পুর্ণরুপে নিষিদ্ধ আইন প্রনয়ণ করেন। তারপরেও এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা সরকারের আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আয়োডিন বিহীন লবন হাট বাজার গুলোতে দেদারছে বিক্রি করছে। আয়োডিন যুক্ত লবন প্রতি কেজি ১৫-৩০ টাকা এবং আয়োডিন বিহীন লবন প্রতি কেজি ১০-১২ টাকা। তুলনামুলক ভাবে আয়োডিন বিহীন লবনের দাম কম থাকায় সাধারন জনগন আয়োডিন বিহীন লবন ক্রয় করার জন্য বেশি আগ্রহী। ধামইরহাট উপজেলা আরওএমও ডাঃ সাজেদুর রহমান জানান, আয়োডিনের অভাবে হায়রয়েড হরমোন তৈরীতে বিঘœ সৃষ্টি হয়ে নানা রকমের অসুখ বিসুখ হচ্ছে। এ ছাড়াও আয়োডিনের অভাবে শিশুর জন্মের পর থেকে শিশুরা বোবা, কালা, বিকলাঙ্গ সহ বিভিন্ন প্রকার মানসিক প্রতিবন্ধকতায় আক্রান্ত হতে দেখা যায়। শুধু মাত্র আয়োডিন যুক্ত লবন সেবনে মানব শরীরে উক্ত রোগ প্রতিরোধ সৃষ্টি করে। স্বাস্থ্য বিভাগের দায়িত্বে থাকা স্যানিটারী কর্মকর্তা সাপ্তাহিক ও মাসিক হারে অর্থ গ্রহন করে থাকেন বলে অভিযোগ আছে। যার ফলে এই হাট বাজার গুলোতে আয়োডিন বিহীন লবন অসাধূ ব্যবসায়ীরা বিক্রি করার সুযোগ পাচ্ছে। অপরদিকে বিভিন্ন তৈল, মিষ্টি, খাদ্য দ্রব্যে প্রচুর পরিমান,ভেজাল মিশিয়ে এই অসাধূ ব্যবসায়ীরা সাধারন মানুষকে বিভিন্ন ভাবে ঠকাচ্ছে । এই ভেজাল দ্রব্যের কারনে সাধারন মানুষের পেটের পিড়া সহ বিভিন্ন প্রকার অসুখ লেগে আছে। সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষ সঠিক তদারকি করলে অসাধু ব্যবসায়ীরা ভেজাল দ্রব্য বাজারজাত করতে পারতো না।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …