22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / ইমরানের তত্ত্বাবধানে মুশফিকদের ক্যাম্প শুরু

ইমরানের তত্ত্বাবধানে মুশফিকদের ক্যাম্প শুরু

 স্পোর্টস রিপোর্টার :
বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের নাম ঘোষণা করা হয় গত সোমবার। হাথুরুসিংহে মুশফিক-তামিম-সাবিকদের সঙ্গে কাজ করতে বাংলাদেশে আসবেন জুন মাসে। ভারত সিরিজকে কেন্দ্র করে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ক্যাম্প। ক্যাম্প শুরু করার আগে ২৩ সদস্যের নাম ঘোষণা করেছে বিসিবি।
তাল সকাল সাড়ে ৮টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। আগামী মাসে হাথুরুসিংহে আসার আগে সারোয়ার ইমরানের কাছে রিপোর্ট করবে ক্রিকেটাররা। দেশী কোচ সারোয়ার ইমরানকে নিয়ে ক্যাম্প শুরু করছে মুশফিকরা।
সহকারী কোচের বিষয়ে গতকার মিরপুর স্টেডিয়ামে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, যেহেতু আমরা কোচ ঠিক করেছি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব তাকে আনার জন্যে। সম্ভবত তিনি (হাথুরুসিংহে) ১০ তারিখের দিকে আসবেন। তার আগে আমরা কাল থেকে ক্যাম্প শুরু করছি। আগেও আমাদের বাংলাদেশ টিমের কোচ ছিলেন ইমরান ভাই, আমি মনে করি দেশী কোচ হিসেবে তিনি সেরা কোচ। দেশীয় দুই-তিনজন কোচের মধ্যে তিনি একজন। উনি এর পাশাপাশি সহকারী কোচ হিসেবে থাকবেন।
অন্য কোচিং স্টাফদের বিষয়ে তিনি আরো বলেন, আপনারা জানেন যে, আমাদের যে ফিজিও আসার কথা সে পাঁচ-ছয় তারিখের দিকে আসবে। তার আগে আমাদের দেশী ফিজিও ইফতি কাজ করবেন। বিদেশী ফিজিও আসার আগ পর্যন্ত। বিদেশী ফিজিও আসার পর আমরা তাকে সরিয়ে নিবো। যার ক্যারিয়ার প্রোফাইল ভালো তাকে বোলিং কোচ হিসেবে আনবে বিসিবি। বোলিং ও ফিল্ডিং কোচ নিয়ে তিনি আরো বলেন, এ সময় আমাদের সহকারী কোচ আছেন ইমরান ভাই। তারপরও আমরা চেষ্টা করছি যতদ্রুত ফিল্ডিং কোচ আনার ব্যাপারে। ফিল্ডিং ও বোলিং উভয় কোচ আনা হবে। বোলিং কোচ কি শ্রীলঙ্কান কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমরা চার-পাঁচ জনের সঙ্গে কথা বলছি। দেখি কার প্রোফাইল ভালো। যার প্রোফাইল ভালো তাকে আনবো। ফিল্ডিং কোচ নিয়ে আমরা অনেকটা এগিয়েছি।

আরও পড়ুন...

নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ  নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা …