14 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / বিনোদন / চকোলেট হিরোইনের গল্প…

চকোলেট হিরোইনের গল্প…

চলচ্চিত্রে চকোলেট হিরো বলে একটি কথা প্রচলিত আছে। তবে আমাদের নাট্যাঙ্গনে চকোলেট হিরোইন বলতে সাধারণত যা বোঝায় মিথিলার ক্ষেত্রে তা অনেকটাই প্রযোজ্য। সহকর্মীদের কাছে মিথিলার সৌন্দর্য্য অনেকসময়ই ঈর্ষনীয়। শুধু সৌন্দর্য্যই নয় মিথিলার অভিনয়ও অনেকের কাছে ঠিক এমনই। আর দর্শকের কাছে মিথিলার স্থান ভিন্ন এক উচ্চতায়। বিরতির পর অভিনয়ে তিনি ফিরেছেন। লিখেছেন অভি মঈনুদ্দীন।

তরুণ শ্রোতাদের ভীষণ প্রিয় কন্ঠশিল্পী তাহসান। জনপ্রিয় এই কন্ঠশিল্পীর ঘরনী মিথিলা। ২০১৩ সালের ৩০ এপ্রিল মিথিলা মা হয়েছেন। আদরের মেয়ের নাম রেখেছেন তিনি আইরা। একটু আনকমন এবং সুইট এই নামটি কে রেখেছেন? প্রশ্নটা ছুড়তে যতোটা সময় লেগেছিলো মিথিলার জবাব দিতে যেন তার অর্ধেক সময়ও লাগেনি। বললেন, ‘আমি’। মিথিলার ভীষণ আদরের সন্তান আইরা। অফিসের পর যতোটুকু সময় মিলে ততোটুকু সময়ই যেন তিনি আইরার জন্য বরাদ্দ রাখেন। ছোট্ট আইরা একবছর পূর্ণ করেছে গত ৩০ এপ্রিল। তাই এবার একটু বুঝেশুনেই কাজে ফিরেছেন মিথিলা। মাঝে আশফাক নিপুণের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাম ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’। বিরতি নিয়ে এবার রেদওয়ান রনির ঈদ বিশেষ নাটক ‘আয়না মহলে আয়না’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে পুরোদমে অভিনয়ে ফিরেছেন মিথিলা। এ নাটকে তার সহশিল্পী হিসেবে আছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা পার্থ বড়ুয়া এবং জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। কেমন লেগেছে এ নাটকে অভিনয় করতে? জবাবে মিথিলা বলেন, ‘এটি একটি সাইকো ড্রামা। ভালোলেগেছে এতে অভিনয় করতে। মৌটুসী বিশ্বাসের সঙ্গে এটা আমার প্রথম কাজ। অন্যদিকে পার্থ দা’র সঙ্গে দ্বিতীয় কাজ। আশাকরি আমাদের সবার সম্মিলিত এই কাজটি ভালোলাগবে দর্শকের।’ পরিচালক রেদওয়ান রনি জানান আসছে ঈদে আরটিভিতে প্রচার হবে নাটকটি। এর আগে মিথিলা পার্থ বড়ুয়ার সঙ্গে আফজাল হোসেন মুন্না পরিচালিত ‘তোর জন্য প্রিয়তা’ নাটকে অভিনয় করেন। প্রায় চারবছর বিরতির পর মিথিলা পার্থ বড়ুয়ার সঙ্গে অভিনয় করলেন। মিথিলা নিয়মিত অভিনয় থেকে প্রায় দুই বছর বিরতিতে ছিলেন। তবে ‘ব্র্যাক’-এ তিনি তার চাকুরী ঠিকই চালিয়ে যাচ্ছিলেন। ‘ব্র্যাক’-এর ইন্টারন্যাশনাল প্রোগ্রামে তিনি সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত। অভিনয়ে পুরোপুরি পেশাদারী মনোভাব নিয়ে কাজ করার কোনরকম আগ্রহ নেই মিথিলার। কারণ চাুকরীটাই তিনি অনেক বেশি উপভোগ করছেন। তাই যেটুকু সময় অবসর মিলে তাতেই তিনি চেষ্টা করবেন ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। আসছে ঈদ, ঈদ উপলক্ষ্যে অনেক নাটক নির্মাণের কাজও শুরু হয়েগেছে। আসছে অনেক নাটকে কাজ করার অফার মিথিলার কাছে। মিথিলা সেসব নাটকে কাজ করবেন কিনা তা ভাবছেন। মিথিলার মনোপুত: হলে দর্শকের জন্যই তা ভালো কারণ দর্শক মিথিলার নাটক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। মানুষের সঙ্গে প্রথম পরিচয়েই মিথিলা বিশ্বাস করেন তাকে? জবাবে মিথিলা বলেন, ‘আমি খুব সহজে মানুষকে বিশ্বাস করতে শিখেছি। যদি মানুষকেই বিশ্বাস না করি তবে কাকে বিশ্বাস করবো? মানুষের জন্যইতো মানুষ।’ ছোটবেলায় মিথিলা লোকনাট্যদলের চিলড্রেনস থিয়েটারের হয়ে মঞ্চ নাটকে অভিনয় করেছেন। সেইসাথে নাচে গানেও তিনি ভীষণ পারদর্শী ছিলেন। ছবি আঁকাতেও ভীষণ পটু ছিলেন। কিন্তু সবকিছু একসঙ্গে করা সম্ভব হয়ে উঠেনা বলেই অভিনেত্রী হিসেবেই দেশব্যাপী তার পরিচিতি গড়ে উঠেছে বিশেষভাবে। মিথিলা একজন মডেল, একজন অভিনেত্রী হিসেবে দর্শকের কাছে সমাদৃত। তবে মডেল হিসেবেই দর্শক তাকে প্রথম দেখেন। অমিতাভ রেজার নির্দেশনায় তিনি প্রথম মডেল হন ক্লোজআপ’র বিজ্ঞাপনে। এরপর তিনি অনেক বিজ্ঞাপনেই মডেল হিসেবে কাজ করেছেন। অন্যদিকে ২০০৭ সালে ফাহমির পরিচালনায় ‘শনুছেন একজন রেডিও জকির গল্প’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এরপর অনেক নাটকে অভিনয় করেছেন তিনি। প্রতিনিয়তই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন তিনি। কিন্তু মিথিলা বলেন, ‘অসাধারণ একটি গল্প পেলে, অসাধারণ একটি চরিত্র পেলে চলচ্চিত্রে অভিনয় করবো। প্রয়োজনে অফিস থেকে ছুটি নিবো। কারণ আমি নিজেও একটি ভালো চলচ্চিত্রে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ আজ ২৫ মে মিথিলার জন্মদিন। এবারের জন্মদিনটি মিথিলা মায়ের বাসাতেই উদ্যাপন করবেন। জন্মদিন প্রসঙ্গে মিথিলার ভাষ্য ঠিক এমন, ‘ছোটবেলায় জন্মদিনে খুব মজা করতাম, হৈ হুল্লোর করতাম। কিন্তু এখন আর তেমনটা হয়না। আজ হয়তো সন্ধ্যার পর কেক এনে তা কেটে পরিবারের সবাইকে নিয়ে জন্মদিনটি পালন করা হবে। এইতো, এভাবেই কেটে যাবে এবারের জন্মদিন।’ তবে মিথিলার জন্মদিনকে ঘিরে কোন সারপ্রাইজও যে থাকছেনা কারো পক্ষ থেকে তাও মিথিলা সহাস্যে উড়িয়ে দিতে পারছেন না। দেখা যাকনা দিনের একেবারে শেষপ্রান্তে কী হতে পারে! এই মুহুর্তে মিথিলা ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ‘মেরিল বেবি প্রোডাক্ট’র। এর আগে তিনি স্কয়ার ও রবির ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন। মিথিলা এখনো মাঝে মাঝে গান গাওয়ার চেষ্টা করেন। স্বামী তাহসানের কয়েকটি এ্যালবামে তিনি সহশিল্পী হিসেবে গান গেয়েছেন। সেইসাথে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে তিনি নিজের লেখা গানে কন্ঠ দিয়েছেন। অন্যদিকে গত সপ্তাহে তিনি শেষ করেছেন সানী চৌধুরীর পরিচালনায় ‘উত্তরের বারান্দায় দখিনা হাওয়া’ নাটকের কাজ। এতে তার বিপরীতে ছিলেন অপূর্ব। মিথিলার পুরো নাম রাফিয়াত রশীদ মিথিলা। তার মা কখনো কখনো আদর করে মিথি বলেও ডাকেন। মায়ের আদরের মিথি বাবার স্নেহের মিথিলা স্বামী তাহসানের স্ত্রী কিংবা আইরার আদুরে মা যাই বলিনা কেন ছোট বোন মিম কিংবা মিশৈরীর মতো অনেকের কাছেই মিথিলা প্রিয় ছোট্ট বোন কিংবা বড় আপু যার অভিনয়ের মাঝে নিজেদের ভালোলাগা খুঁজে পান। মিথিলার জন্য শুভ কামনা।

আরও পড়ুন...

নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!

এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …