7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর রাণীনগরে ফায়ার সার্ভিসের এক ইন্সপেক্টরকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোর্পদ করেছে ব্যবসায়ীরা!!

নওগাঁর রাণীনগরে ফায়ার সার্ভিসের এক ইন্সপেক্টরকে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোর্পদ করেছে ব্যবসায়ীরা!!

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক ইন্সপেক্টরকে ফায়ার লাইসেন্স দেওয়ার নামে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে ব্যবসায়ীরা তাকে গণধোলাই দিয়ে রাণীনগর থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ সময় তার কাছ থেকে ঘুষ আদায়ের প্রায় অর্ধলক্ষাধিক টাকা উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার বেতগাড়ি বাজারে গত শুক্রবার দুপুরে। জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী অঞ্চল-২ (নওগাঁ-নাটোর) এর ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহবুবুল ইসলাম উপজেলার বেতগাড়ী বাজারে এসে ফায়ার লাইসেন্স করতে হবে মর্মে বিভিন্ন দোকানে গিয়ে প্রকার ভেদে ৩শ’ টাকা থেকে ৪শ’ টাকা লাগবে মর্মে ম্যানিরিসিভের মাধ্যমে হুমকী দিয়ে অতিরিক্ত ৪ থেকে ৬ হাজার টাকা আদায় করা শুরু করে। তিনি গ্রাহকদেরকে শুধুমাত্র ৩শ’ থেকে ৪শ’ টাকার রিসিভ দিয়ে কোনো কথা না বলার হুমকী দেয়। এতে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাকে চ্যালেন্স করলে সে বেপোরোয়া হয়ে ক্ষমতার দম্ভে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তাকে আটক করে গণধোলাই দিয়ে বাজার বনিক সমিতির ঘরে আটক করে রাখে। পরে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের পরামর্শক্রমে থানায় খবর দিয়ে প্রায় অর্ধলক্ষাধিক টাকাসহ রাণীনগর থানা পুলিশের নিকট সোপর্দ করে। রাণীনগর থানার এসআই আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর এক উর্দ্ধতন কর্মকর্তা এসে মুচলেকা লিখে দিয়ে মাহবুবুল ইসলামকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে গেছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …