4 Joishtho 1431 বঙ্গাব্দ রবিবার ১৯ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / শেষ চারে শাহরুখের নাইট রাইডার্স

শেষ চারে শাহরুখের নাইট রাইডার্স

 স্পোর্টস ডেস্ক :

কলকাতার ইডেন গার্ডেনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৩০ রানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। টানা ছয় ম্যাচ জয়লাভ করা নাইটদের এখন লক্ষ্য পয়েন্ট টেবিলের শীর্ষ দু’য়ে জায়গা করে নেয়া। গতকাল টসে হেরে ব্যাট করতে নেমে গত ম্যাচের মতোই কলকাতার হয়ে ঝড় তুলেছেন সাকিব আল হাসান ও রবিন উথাপ্পা। সাকিব-উথাপ্পা ঝড়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে কলকাতা ১৯৫ রান সংগ্রহ করেছে। তবে কলকাতার শুরুটা আশা জাগানিয়া ছিলো না। খেলার ৭ ওভারের মধ্যেই মাত্র ৫৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে কিং খানের কলকাতা। তবে চতুর্থ উইকেট জুটিতে সাকিব-উথাপ্পার ১২১ রানের জুটি নাইটদের বড় রানের পুঁজি গড়তে সাহায্য করে। নাইটদের হয়ে উথাপ্পা ৫১ বলে ৮৩ রান করেন। সাকিব ৩৮ বলে ৬০ রানের ক্যামিও ইনিংস খেলেন। সাকিবের ইনিংসে পাঁচটি বাউন্ডারির সাথে তিনটি ছক্কার মার মারেন। উথাপ্পার ৮৩ রানের ইনিংসে ১০টি চারের সাথে ছিল একটি ছক্কার মার । ব্যাঙ্গালুরুর হয়ে অশোক দিন্দা, মিশেল স্টার্ক ও আহমেদ একটি করে উইকেট লাভ করেন। ১৯৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে কোহলির দল। দলের পক্ষে তাকাওয়ালে সর্বোচ্চ ৪৫ রান করেন। দলনায়ক কোহলির সংগ্রহ ৩৮ রান। এছাড়া যুবরাজ ২২ ও ভিলিয়ার্স ১৩ রান করে করেন। কলকাতার হয়ে সুনিল নারিন ২০ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন। কলকাতার একাদশে আজ দু’টি পরিবর্তন এসেছে। প্যাট কামিন্স ও পিযুষ চাওলা দল থেকে ছিটকে পড়েছেন। তাদের পরিবর্তে মরনে মরকেল ও বিনয় কুমারকে একাদশে ফিরিয়ে আনা হয়েছে। প্রসঙ্গত, গত ম্যাচে (মঙ্গলবার) ২১ বলে ৪৬ রানের টর্নেডো ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে সাকিব আল হাসান। কলকাতার হয়ে চলতি মৌসুমে ১০ ম্যাচে ৯ উইকেট নেয়ার পাশাপাশি সাকিব ১৯৬ রান করেন।

আরও পড়ুন...

তানোর উপজেলার অমৃতপুর একতা যুব সংঘের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত 

এন বিএন ডেক্সঃ রাজশাহীর তানোর উপজেলার ১নং কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে …