26 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / বয়ফ্রেন্ডও শেয়ার করেন অ্যামি-বেকি!

বয়ফ্রেন্ডও শেয়ার করেন অ্যামি-বেকি!

এনবিএন ডেক্স: যমজ বলে থাকা-খাওয়া একসঙ্গে হতে পারে। একসঙ্গে হতে পারে পড়াশোনা কিংবা ঘুমও। কিন্তু একসঙ্গে কি ডেটিংও হতে পারে? আবার একই বয়ফ্রেন্ডের সঙ্গে? এমনটিই ঘটছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের যমজ অ্যাম ও ব্যাকি গ্লাসের মধ্যে। ৪৬ বছর বয়সী এই দুই বোন গত ১৫ বছর ধরে কখনো আধা ঘণ্টার বেশি সময় আলাদা থাকতে পারেননি। যমজ বোনের কা -কীর্তি নিয়ে যুক্তরাষ্ট্রেরই একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, অ্যামি-ব্যাকি যমজ। আবার ঠিক যমজ বলতে যা বোঝায়, তা থেকে কিছুটা ভিন্ন এ দু’জন। নিউজার্সিতে জন্মগ্রহণের দুই মাস পর থেকেই এক দত্তক পরিবারে বড় হয়েছেন এই টুইন। ফেসবুক অ্যাকাউন্ট, বেডরুম, মোবাইলসহ অনেক কিছুই তাদের একটি করে, যেন সবক্ষেত্রেই দু’জনের সমান সমান ভাগ থাকে। রঙ কিছুটা আলাদা হলেও প্রায় প্রতিদিনই একই পোশাক পড়েন তারা। আবার সেই পোশাক এমনভাবে তৈরি করা হয় যাতে দু’জন অদলবদল করে পরতে পারেন। খাবারের প্রতিটা কামড়, গ্লাসের প্রতিটি চুমুক হিসেব করেন তারা। যেন কেউ কারও থেকে বেশি না খায়। গত ১৯ বছর ধরে তারা একই খাবার একই পরিমাণে খেয়ে যাচ্ছেন। একবার ঘটলো মজার কা । অ্যামি’র থেকে বেকির ওজন কিছুটা বেড়ে গিয়েছিল। দু’জনের কী চিন্তা। কিছুদিন পরিমাণ মতো খাবার খেয়ে আবার আগের ওজনে ফিরে আসেন ব্যাকি। স্কুলে পড়ার সময় থেকে দত্তক মায়ের চেষ্টা থাকত দুজনকে আলাদা পোশাক পরানোর। মায়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে কিছুদিন বন্ধও রেখেছিলেন। কিন্তু নিউজাসির্র রুটজার্স ইউনিভার্সিটিতে পড়ার সময় আবার আগের মতোই একই পোশাক পরা শুরু করেন তারা। শুধু পোশাক নয়, সবকিছুতেই চাই তাদের সমতা। অ্যামি বলেন, প্রকৃতিগতভাবেই আমরা দুটি শরীরের একটি মন। তাই দু’জনের সাজসজ্জা থেকে শুরু করে কাপড়ের একটি সুতাও আলাদা হতো না। আলাদা হোক, এটা আমরা চাইও না। যমজরা সব কাজ একসাথে করবে এটা হয়তো মেনে নেওয়া যায়। কিন্তু বয়ফেন্ডের ক্ষেত্রে কী করেন তারা? সেখানে নিশ্চয় দু’জনকে আলাদা হতে হয়! কিন্তু না। সেখানেও অন্যদের সঙ্গে রয়েছে অ্যামি-বেকির ভিন্নতা।

আরও পড়ুন...

নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ …