6 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / মুশফিকদের অনুশীলন শুরু আগামী সপ্তাহে

মুশফিকদের অনুশীলন শুরু আগামী সপ্তাহে

 স্পোর্টস রিপোর্টার :
ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজকে সামনে রেখে আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। গতকাল এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান বলেন, আমরা ২৪/২৫ তারিখেই ক্যাম্প শুরু করে দেব। এবং সেক্ষেত্রে ‘লোকাল’ যে ‘রিসোর্স’ আছে সেগুলো দিয়েই শুরু করে দেব। বিসিবি প্রধানের প্রত্যাশা, জাতীয় দলের নতুন কোচ চন্দিকা হাথুরুসিংহে ১০ জুন নাগাদ বাংলাদেশে আসবেন। নতুন ট্রেইনার মারিও ভিল্লাভারায়ন ৫/৬ তারিখ নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন বলেও জানান তিনি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৩ জুন বাংলাদেশে আসবে ভারত। ১৫, ১৭, ১৯ জুন সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে ম্যাচগুলোর সময় জানায়নি বিসিবি।

আরও পড়ুন...

নওগাঁয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ  নওগাঁয় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-এর সহায়তায় এবং মৌসুমী কৈশোর কর্মসূচির আওতায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা …