21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে জেল হাজতে প্রেরন

সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে জেল হাজতে প্রেরন


এনবিএন ডেক্সঃ সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে মানহানী হুমকী ধামকী মামলায় জেল হাজতে প্রেরন করেছে নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালত-২। গতকাল সোমবার দুপুরে আদালতের বিচারক সোহাগ তালুকদার এ আদেশ প্রদান করেন। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা যায়, গত ১৯৯৬ সালে ২ নভেম্বর নওগাঁর রাণীনগর উপজেলার নির্বাহী মোস্তাফিজুর রহমানকে মানহানী করা, হুমকী ধামকী প্রদান ও সরকারী কাজে বাধা দেয়ায় নির্বাহী অফিসার বাদী হয়ে তৎকালীন সংসদ সদস্য আলমগীর কবিরসহ ৫জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকর্মকর্তা আলমগীর কবিরসহ ৪জনের নামে ১৯৯৭ সালের ১১ অক্টোবর চার্জশীট প্রদান করেন। অন্য আসামীরা হলো নজরুল মাষ্টার, সানোয়ার হোসেন ও রুহুল আমীন। পরবর্তীতে হাইকোট থেকে জামিনে ছিলেন। তিনি ২০০১-২০০৬ সাল পর্যন্ত গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী ও পরে শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ তারিখে জামিন বাতিল হলে আজ সোমবার আলমগীর কবির নওগাঁর সিনিয়র জুডিশিয়াল ম্যাজেষ্ট্রেট আদালত-২ এ আত্মসমর্পন করে জামিন আবেদন করলে তার জামিন আবেদন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ প্রদান করে বিচারক। পরে তাকে নওগাঁ জেলা কারাগারে প্রেরন করা হয়।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …