21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / পিরোজপুরের রাজারহাটে বখাটেদের জন্য রাস্তায় বের হতে পারে না স্কুল -কলেজ পরুয়া ছাত্রীরা

পিরোজপুরের রাজারহাটে বখাটেদের জন্য রাস্তায় বের হতে পারে না স্কুল -কলেজ পরুয়া ছাত্রীরা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে শহরের রাজারহাটে কতিপয় চিহ্নিত বখাটেদের জন্য রাস্তায় বের হতে পারে না স্থানীয় অনেক স্কুল -কলেজ পরুয়া ছাত্রীরা ।বিশেষ করে স্থানীয় একটি বাড়ীর মালিক মাদ্রকাসক্ত ও বখাটে কিছু ব্যাচেলার ম্যাচ ভাড়া দিয়েছে । যারা স্থানীয় সকল মেয়েদের নানা ভাবে কটুক্তি করে এবং তাদের দেখলে অনেক অশ্লিল কথা উচ্চারন করেএতে এলাকার মেয়েরা রাস্তায় বের হতে পারছে না । এই ঘটনা নিয়ে পিরোজপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । কিন’ কিছুতেই কোন কাজ হচ্ছে না বরং দিন দিন বেরে যাচ্ছে তাদের উৎশৃঙ্খলতা এবং এর মদদ দিচ্ছে বাড়ীর মালিক নিজেই । এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এ ব্যাপারে বাড়ীর মালিকে কে ব্যাচালার ভাড়া না দেবার জন্য অনুরোধ করলেও সে তাদের কোন কথায় কান না দিয়ে বাড়ীর ভিতরে ছোট ছোট রুম করে বারাচ্ছে ব্যাচালারদের সংখ্যা । বাড়ীওয়ালার আস্কারায় ভাড়াটিয়ারা এলাকায় সৃষ্টি করেছে একটি অসি’র পরিবেশ ।বিশেষ করে সন্ধ্যার পর থেকেই তারা নদীর পাড়ে বসে শুরু করে মাদকের আড্ডা । যার কারণে এলাকার অন্য সকল স’ানীয় যুবক আসে- আসে- নেশায় আক্রান- হচ্ছে । নাম প্রকাশে অনিচ্ছুক একটি মেয়ে জানান, সে কলেজে যাবার সময় ঐ বাড়ীর একটি ছেলে প্রায় তাকে নানা রকম অশ্লিল কথা ও কুপ্রস্তাব দিয়ে আসছে । যার কারনে তার কলেজে যাবার সময় তার মাকে কলেজ পর্যন্ত দিয়ে আসতে হয় । এলাকায় রটিয়েছে যে, ঐ বাড়ীর মধ্যে নাকি মাদকের কেনা-বেঁচা হয় ও রাতে জুয়ার আসর বসে ।তবে এই বাড়ীওয়ালা সাধারন মানুষের কাছে পরিচয়দেয় সে নিজে জজ কোর্টের স্টাফ। কিন’ খোঁজ নিয়ে জানাযায় যে ,সে জজকোর্ট এলাকায় ছোট একটি টেবিল নিয়ে মোবাইল টু মোবাইলের দোকান ও বিভিন্ন মামলার দালালী করে থাকে ।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …