এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে কোরবানির মাংস সমাজে না দেয়ায় ইটভাটার শ্রমিক ও তার পরিবারকে ৯মাস ধরে একঘরে করে রাখা ও মারপিটের ঘটনায় গতকাল রোববার পুলিশ খোরশেদ আলম (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে। জানা যায় গত ঈদুল আজহার দিন কোরবানির মাংস সমাজে না দেয়ায় উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত সামাদ প্রাং এর স্ত্রী ও ছেলেমেয়েদের কোন্দল শুরু হয়। এর জের ধরে ওই গ্রামে ফরিদ, আনসার ও তাদের লোকজন কথা-বার্তা, চলাফেরা বন্ধ করে অত্যাচার, নির্যাতনসহ ক্ষতি সাধনের কাজে লিপ্ত হয়। সমাজে গরু-খাসি না পাওয়ায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ মাতবর ও চ্যালারা। গত ৩০ এপ্রিল প্রতিপক্ষরা জোরপূর্বক তাদের বাঁশ কাটতে শুরু করলে মৃত সামাদের ছেলে সাদেকুল নিষেধ করতে গেলে তারা মারপিট করে সাদেকুলসহ তার মা-বোনকে গুরুতর আহত করে। এ ঘটনায় সাদেকুল বাদী হয়ে গত শনিবার থানায় একটি মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে গতকাল রোববার এজাহার নামীয় আসামি খোরশেদ আলমকে পুলিশ গ্রেফতার করে। সাদেকুল ইসলাম জানান, সমাজে কোরবানির মাংস জমা না দেয়ার অপরাধে গ্রাম্য সালিস বসিয়ে তার বিচার করার জন্য চেষ্টা করে। কিন’ তিনি সালিসে হাজির না হওয়ায় মাতবর ও কতিপয় লোকজন তাদের সাথে চলাফেরা ও কথাবার্তা না বলার জন্য সমাজে নিষেধ করে দেয়। তার মা ও সে মাতবরদের সাথে কথা বললে তারা গরু-খাসি দিলে সমাজে উঠিয়ে নেবে বলে জানায়। সমাজে গরু-খাসি না দেয়ায় মাতবর ও কতিপয় ব্যক্তি ক্ষিপ্ত হয়ে একের পর এক তাদের ক্ষতি করতে থাকে। সমাজপতিদের হুকুমে সাদেকুলের ৩০টি ইউক্যালিপটাস গাছ, ৩০টি বাঁশ জোরপূর্বক কেটে নিয়ে গেছে এবং ১০কাঠা জমিও দখল করে নিয়েছে। বাধা দিলে মা-বোনসহ তাকে মারপিট করে। ইতিমধ্যে জোর পূর্বক তাদের একটি খাসি ও জবাই করে খেয়েছে। গ্রামে তার মা-বোন বাইরে বের হতে পারে না। বাড়িঘরে ইটপাটকেল মারে। এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন বলেন, থানায় সংশ্লিষ্ট বিষয়ে মামলা নেওয়া হয়েছে ঘটনা তদন- করে আইন গত ব্যবস’া গ্রহণ করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …