এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছী উপজেলার মাহবুবপুর গ্রামের পাশের একটি কলা ক্ষেতের মধ্য থেকে গত রোববার সকালে সাগরী (৭) নামে এক আদিবাসী কিশোরীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাগরী দিনাজপুর জেলার হিলি হাকিমপুর ৪ মাথা মহল্লার বাসিন্দা শুকু পাহানের মেয়ে। স’ানীয় সূত্রে জানা গেছে, সাগরী গত ৪/৫ দিন হলো মায়ের সাথে বদলগাছী উপজেলার বিজয় পাড়া গ্রামে নানা-নানীর বাড়িতে বেড়াতে এসে গত শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ হয়। তার নানার নাম শুকা পাহান। গত রোববার সকাল ৯ টার দিকে কলা বাগানে কাজ করতে গিয়ে শ্রমিকরা সাগরীর লাশ দেখতে পান। পরে এলাকাবাসী থানায় খবর দেন। বদলগাছী থানার পরিদর্শক (ওসি) আলগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল ১০ টার দিকে ঘটনাস’লে গিয়ে সাগরীর লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, লাশ উদ্ধারের সময় কিশোরীর গোপনাঙ্গ রক্তাক্ত ও ক্ষত-বিক্ষত অবস’ায় পাওয়া গেছে। ধারনা করা হচ্ছে ধর্ষনের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …