পিরোজপুর প্রতিনিধি: স্বরূপকাঠিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন করেছে সর্বস-রের বিদ্যুৎ গ্রাহকরা। রোববার স্বরূপকাঠি পৌরসভার জগন্নাথকাঠি বন্দরস’ কার্যালয়ের সামনে ওই সমাবেশে বন্দরের বিশিস্ট ব্যবসায়ী মোঃ মহিবুল্লাহ হাওলাদার সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস.এম মুইদুল ইসলাম মুইদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ হামিদ, পৌর মেয়র মোঃ দেলোয়ার হোসেন ফারুক, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখায়ত হোসেন , আওয়ামী লীগ নেতা প্রভাষক আঃ সালাম সিকদার, জিএম কবির , ফারুক হোসেন মোঃ আতিকুল্লাহ, বিএনপি নেতা গোলাম মোস-ফা ও স্বরূপকাঠী প্রেস ক্লাব সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন দীর্ঘ দিনর যাবৎ বরিশাল, বাবুগঞ্জ, বানারিপাড়া পল্লী বিদ্যুত সমিতি স্বরুপকাঠীবাসীর সাথে প্রতারনা করে চলছে। তারা সরকারের তরফ থেকে বরাদ্ধকৃত বিদ্যুৎ নানা টালবাহানায় নিজদের ব্যবহারে রেখে স্বরূপকাঠির গ্রাহকদের বঞ্চিত করছে। শত শত মিলকারখানা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। বেকার হয়ে পড়েছে হাজার হাজার শ্রমিক। বক্তারা পল্লী বিদ্যুৎ সমিতিকে বেনিয়াদের দোষর আখ্যায়িত করে বলেন বর্তমান সরকার ২ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করেছে। অথচ স্বরূপকাঠিতে পূর্বের তুলনায় এক দশমাংশ বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ওই সমিতি সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য উঠে পড় লেগেছে। এ অবস’া থেকে আগামী ৭ দিনের মধ্যে স্বরূপকাঠির গ্রাহকদের উদ্ধার করা না হলে বৃহত্তর কর্মসুচি দেয়া হবে বলে আল্টিমেটাম দেয়া হয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …