কুড়িগ্রাম প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, ইলিয়াস আলীকে ফেরৎ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহালের দাবীতে কুড়িগ্রাম জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহশ্রাধিক নেতা-কর্মী গতকাল রোববার সকাল ১০ টা হতে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অনশন পালন করে। জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে গণ-অনশনে বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি সফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, পৌর মেয়র নুর ইসলাম নুরু, জেলা মহিলা দলের আহবায়ক এ্যাডভোকেট রেহানা খানম বিউটি, জেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদলের যুগ্ম আহবায়ক নাদিম, আব্দুল বারি, দফ্তর সম্পাদক এসএম আশরাফুল হক রুবেল প্রমূখ।
বক্তারা বর্তমান সরকারকে সৈরাচারী ও ফ্যাসিষ্ট উল্ল্লেখ্য করে বলেন, সাংবাদিক সাগর-রুনি’র হত্যাকারীকে এ পর্যন- ধরতে পারে না। ইলিয়াস আলীকে উদ্ধার করতে পারে না। অথচ গাড়ী পোড়ার মামলায় ৭ দিনের মধ্যে ৩৩ জন জাতীয় নেতাকে অপরাধী সাবস্ত করে চার্জশীট দেয়া হয়। তারা বলেন, এ সরকারের সময় শেষ হয়ে আসছে। তারা যদি আপোষে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণপ্রবর্তন না করেন তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। বিকেল ৪টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ইউনুস আলী পানি ও জুস পান করিয়ে অনশন ভঙ্গ করেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …