7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নাজিরপুরের দীর্ঘায় যুবককে প্রহারঃ মামলা দায়ের

নাজিরপুরের দীর্ঘায় যুবককে প্রহারঃ মামলা দায়ের

পিরোজপুর প্রতিনিধি: নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নে কতিপয় যুবকের জ্বালায় মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।এমনকি ভাল কোন অনুষ্ঠান করতে গেলেও সেখানে তারা নাক গলাবে এবং অনুষ্ঠান ভন্ডুল করে দিবে। এ অবস’ায় ইউনিয়নের মানুষ এখন আতংকের মধ্যে বাস করে।ইউনিয়নের মধ্যে বিয়ে, গাছ কাটা, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সালিশসহ যেকোন কাজে তারা নাক গলায়।কোথাও কিছু করতে গেলে তাদের জানাতে হবে নইলে সে অনুষ্ঠান ভন্ডুল হবে। গত ২৫ বৈশাখ দীর্ঘা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে রবীন্দ্র সংগীতের অনুষ্ঠানে তারা ব্যাপক মারপিট করে এবং অনুষ্ঠান ভন্ডুল করে দেয়। সেখানে উপসি’ত ইউপি চেয়ারম্যান মোঃ শাহ-আলম আকন বাধা দিলে তাকেও অপমান করে। বাধা দেয়ার অপরাধে গত ১৩ মে বিকেলে গোবর্দ্ধন গ্রামের সুকণ্ঠ হালদারকে আশু বাহিনীর সদস্যরা বেদম প্রহার করে তার টাকা, মোবাইল ও চেইন ছিনিয়ে নিয়ে যায়। সুকণ্ঠ এখন নাজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে সুকণ্ঠ নাজিরপুর থানায় আশু বাহিনীর ৫ সদস্যের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এদিকে আশুর আধিপত্য বিসত্মারের পর মেহেদী বাহিনীও তৎপর হয়ে উঠেছে। এলাকায় আধিপত্য বিসত্মারকে কেন্দ্র করে উভয় বাহিনীর মধ্যে পরপর দুটি সংঘর্ষ ঘটেছে বলে এলাকাবাসী জানান।এ ব্যাপারে এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে আরও জানান তারা গাঁজা সেবনসহ এলাকায় নানা অসামাজিক কাজ কর্ম করে আসছে। কিন’ বাধা দিলে সুকন্ঠের মত হাসপাতালে যেতে হবে। তাই সবাই মুখ বুজে সহ্য করে যাচ্ছেন। এব্যাপারে দীর্ঘা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ-আলম আকনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন ইদানিং খুবই অশানিত্মতে আছি। কেন অশানিত্মতে আছেন জানতে চাইলে তিনি ফোন রেখে দেন। আশুর কাছে মুঠোফোনে জানতে চাইলে বলেন যা খুশি লিখতে পারেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …