21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / কুড়িগ্রামের পৌর হলের সামনে দোকান ঘর নির্মাণে নাগরিক সমাজের প্রতিবাদ

কুড়িগ্রামের পৌর হলের সামনে দোকান ঘর নির্মাণে নাগরিক সমাজের প্রতিবাদ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ঐতিহ্যবাহী পৌর হলের সামনের অংশে দোকান ঘর নির্মাণ করে ভাড়া দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার কুড়িগ্রাম শহীদ মিনার চত্বর এলাকায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।
‘পৌর হল রক্ষা ও আধুনিকীকরণের দাবি বাস-বায়ন পরিষদের আহ্বানে জেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এতে অংশ নেয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অলক সরকার, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক পিপি আব্রাহাম লিংকন, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সফি খান, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি হারুন অর রশিদ লাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জ্যোতি আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের ডিপুটি কমান্ডার আমিনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক ছাত্র নেতা মাজেদ আলী, মোনাব্বর হোসেন মিন্টু, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশনারা বেগম, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুব্রতা রায়, টেলিভিশন সাংবাদিক ফোরাম সহ-সম্পাদক ইউসুফ আলমগীর, ছাত্র ইউনিয়নের সভাপতি মোখলেছুর রহমান, ছাত্র ফ্রন্টের রুকুনুজ্জামান রুকু, সামপ্রতিক সভাপতি শাহানুর রহমান, প্রচ্ছদ সভাপতি জুলকার নাইন স্বপন, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলার সভাপতি সরোয়ার হোসেন সঞ্জু প্রমূখ।
বক্তারা অভিযোগ করে বলেন, পৌর মেয়রের কাছে পৌর হলের সামনের অংশে দোকান ঘর নির্মাণের প্রতিবাদ জানিয়ে ৩ দিনের আলট্রিমেটাম দেওয়ার পরও কোন সাড়া না পাওয়ায় মানববন্ধন কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে পরিবর্তিতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানান।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …