7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর সাপাহারে সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্ভোধন

নওগাঁর সাপাহারে সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্ভোধন

নওগাঁ (সাপাহার) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার অন্তর্গত খঞ্জনপুর R&H মধইল জিসি রাস্তার মহিষডাঙ্গা ঘাটে সেতু নির্মান কাজের ভিত্তি প্রস্তর উদ্ভোধন করেন বাবু সাধন চন্দ্র মজুমদার মাননীয় সংসদ সদস্য-৪৬, নওগাঁ-১ এবং সদস্য ধর্ম বিষয়ক মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
গতকাল বুধবার সকাল ১০টায় মহিষডাঙ্গা ঘাটে ২ কোটি ১৭ লক্ষ টাকা বাজেটের ৯০.৪৯ মিটার দৈর্ঘ্য ভিত্তি প্রস-র উদ্ভোধন অনুষ্ঠানে আরো উপসি’ত ছিলেন আলহাজ্জ্ব শহীদুল আলম চৌধুরী সাপাহার উপজেলা চেয়ারম্যান, মোঃ রুহুল আমিন মিঞা উপজেলা নির্বাহী অফিসার, আবু মোহাম্মদ শাহরিয়ার নির্বাহী প্রকৌশলী, হারুন-অর-রশিদ উপজেলা প্রকৌশলী, মনমত শাহ ভারপ্রাপ্ত সভাপতি সাপাহার থানা শাখা আওয়ামীলীগ, আলহাজ্জ্ব শামসুল আলম শাহ চৌধুরী সাধারন সম্পাদক সাপাহার থানা শাখা আওয়ামীলীগ, আলহাজ্জ্ব ওমর আলী মুক্তিযোদ্ধা কমান্ডার সাপাহার, মোঃ হামিদুর রহমান চেয়ারম্যান আইহাই ইউপি, বিশিষ্ট ঠিকাদার ব্যাবসায়ী সাদেকুল ইসলাম, মেছবাউল হক, মাইনুল হক সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন সেখানে উপসি’ত ছিলেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …