নওগাঁ (সাপাহার) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার নব-নির্মিত সাব-রেজিষ্ট্রী অফিসের শুভ উদ্ভোধন করেন বাবু সাধন চন্দ্র মজুমদার, মাননীয় সংসদ সদস্য-৪৬, নওগাঁ-১।
গতকাল বুধবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন মোঃ শফিকুল ইসলাম নির্বাহী প্রকৌশলী নওগাঁ, আলহাজ্জ্ব শহীদুল আলম চৌধুরী উপজেলা চেয়ারম্যান সাপাহার, মোঃ শরিফ উদ্দীন জেলা রেজিষ্ট্রার নওগাঁ, আলহাজ্জ্ব জালাল উদ্দীন ভাইস চেয়ারম্যান সাপাহার উপজেলা, আলহাজ্জ্ব আব্দুল হামিদ নওগাঁ জেলা আওয়ামীলীগ সদস্য এবং সাপাহার শাখা উপদেষ্টা, মনমত শাহ ভারপ্রাপ্ত সভাপতি সাপাহার থানা শাখা আওয়ামীলীগ, আলহাজ্জ্ব শামসুল আলম শাহ চৌধুরী সাধারন সম্পাদক সাপাহার থানা শাখা আওয়ামীলীগ, আলহাজ্জ্ব ওমর আলী মুক্তিযোদ্ধা কমান্ডার সাপাহার, শাহজাহান আলী সহ সাধারন সম্পাদক সাপাহার থানা শাখা আওয়ামীলীগ, আব্দুুর নুর অধ্যক্ষ দিঘীরহাট কলেজ, ইসমত এনামুল হক প্রফেসর রাজশাহী কলেজ, আওয়ামীলীগের বিভিন্ন স-রের নেতৃবৃন্দু, সাব-রেজিষ্ট্রী অফিসের কর্মকর্তা-কর্মচারী দলীল লেখক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগন সেখানে উপসি’ত ছিলেন। প্রধান অতিথি বাবু সাধন চন্দ্র মজুমদার তার বক্তব্যে বলেন, সাপাহার করলডাঙ্গা নিবাসী গয়েস উদ্দীন মন্ডলের দান করা জমির উপরে আজকের এই নির্মিত সাব-রেজিষ্ট্রী অফিস সাপাহারবাসীকে আরাম-ময় স’ানে পৌছে দিয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …