7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / অর্থনীতি / নওগাঁর মহাদেবপুরে টুপি তৈরি করে বাড়তি আয় করছে শতাধিক নারী

নওগাঁর মহাদেবপুরে টুপি তৈরি করে বাড়তি আয় করছে শতাধিক নারী

এনবিএন ডেক্সঃ সংসারের কাজকর্মের পর অবসর সময়ে টুপি তৈরি করে বাড়তি আয় করছে মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের শতাধিক নারী। আগে যে পরিবারগুলো শুধুমাত্র পুরুষ সদস্যদের আয়ের উপর নির্ভরশীল ছিল সে পরিবারের মেয়েরা এখন টুপি সেলাইয়ের মাধ্যমে বাড়তি আয় করে সংসারে এনেছেস্বচ্ছলতা। শিবরামপুর গ্রামের দক্ষিণপাড়া সরজমিনে দেখা যায়, বাড়ি বাড়ি চলছে টুপি তৈরির কাজ। এখানে প্রায় ১শ’টি পরিবারের নারী সদস্য টুপি তৈরির সাথে জড়িত রয়েছে। এখানকার টুপির কারিগর তানজিমা জানায়, সে অবসর সময়ে টুপি তৈরি করে প্রতি মাসে ৮থেকে ৯শ’ টাকা আয় করছে। শুধু তানজিমাই নয় জ্যোসনা, মারিয়া, মুক্তা, মাসুদাসহ এখানকার শতাধিক গৃহবধু টুপি তৈরি করে প্রতি মাসে বাড়তি আয়ের মাধ্যেমে সংসারের ব্যয় মিটাচ্ছে। এ এলাকার অনেক ছাত্রী ও এখন লেখা পড়ার ফাঁকে অবসর সময়ে টুপি সেলাই করে লেখাপড়ার খরচ যোগাচ্ছে। উত্তরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী দিলরুবা ও পারভীন সুলতানা জানায়, তাদের দরিদ্র পিতার পক্ষে জামা কাপড়সহ লেখাপড়ার খরচ যোগানো সম্ভব হচ্ছিল না। প্রতিবেশিদের কাছে টুপি শেলাইকরা শেখে এখন তারা বাড়তি আয় করে লেখাপড়ার খরচসহ নিজেদের প্রয়োজনীয় ব্যয় মিটাতে পাড়ছে। টুপির কারিগর মুক্তা জানান, মহাজনরা তাদেরকে সুতা সরবরাহ করে। সেই সুতা দিয়ে টুপি তৈরি হলে মহাজনরা এসে নিযে যায়। প্রতিটি টুপি শেলায়ের জন্য তাদেরকে দেয়া হয় ৩শ’৫০টাকা। একজন মহিলা সংসারের কাজকর্মের পর প্রতিমাসে দুই থেকে তিনটি টুপি শেলাই করতে পারে। মহাজনরা এই টুপি দুবাই ও কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করেন বলে জানা গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় এন আর বি সি ব্যাংকের ২২ তম শাখার শুভ উদ্বোধন!!

এনবিএনডেক্স: নওগাঁয় এন আর বি সি ব্যাংক (এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড) এর ২২ তম শাখা …