6 Boishakh 1431 বঙ্গাব্দ শনিবার ২০ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / অর্থনীতি / নওগাঁ থেকে ৬ হাজার ৫০০ মেট্রিক টণ চাল শ্রীলংকায় রপ্তানী হচ্ছে!!

নওগাঁ থেকে ৬ হাজার ৫০০ মেট্রিক টণ চাল শ্রীলংকায় রপ্তানী হচ্ছে!!

এনবিএনডেক্স: খাদ্য উদ্বৃত্ত নওগাঁ জেলা থেকে উন্নতমানের ৬ হাজার ৫০০ মেট্রিক টণ আমন চাল শ্রীলংকায় রপ্তানী হচ্ছে। গভমেন্ট টু গভমেন্ট (জি টু জি) চুক্তির ভিত্তিতে শ্রীলংকা সরকার বাংলাদেশ থেকে উন্নতমানের আমন চাল আমদানী করছে। শ্রীলংকা সরকারকে চাল সরবরাহ করতে রাত দিন পরিশ্রম করে নওগাঁর ২২টি অটোমেটিক রাইস মিল ইতিমধ্যে রপ্তানী করার জন্য উন্নতমানের আমন চাল প্রস্তুত করেছে। আগামী ২/১ দিনের চট্টগ্রামের হালিশহর সেন্ট্রাল সাপ্লাই ডিপো (সিএসডি) তে এই চাল প্রেরণ সম্পন্ন হবে বলে জানা গেছে। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে জানা গেছে, গভমেন্ট টু গভমেন্ট (জি টু জি) চুক্তির ভিত্তিতে শ্রীলংকা সরকার বাংলাদেশ থেকে আমন মৌসুমে ৫০ হাজার মেট্রিকটন উন্নতমানের আমন চাল আমদানী করার চুক্তি করেছে। এই চুক্তির আলোকে প্রথম পর্যায়ের ২৫ হাজার মেট্রিক টন আমন চাল এ মাসের শেষ দিকে শ্রীলংকা সরকারকে সরবরাহ করার কথা রয়েছে। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনোয়ার হোসেন জানান, নওগাঁ, বগুড়া ও দিনাজপুর জেলার অটোমেটিক রাইস মিল থেকে প্রথম পর্যায়ের ২৫ হাজার মেট্রিক টণ চাল শ্রীলংকায় সরবরাহ করা হবে। এর মধ্যে নওগাঁ জেলার নওগাঁ সদর এলএসডি থেকে ২ হাজার ৩০০ মেট্রিক টন, মহাদেবপুর সদর এলএসডি থেকে ৩ হাজার ২০০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলার মাতাজীহাট এলএসডি থেকে ৯০০ মেট্রিক টন এবং পতœীতলা এলএসডি থেকে ১০০ মেট্রিক টণ চাল সংগ্রহ কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। নওগাঁ সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুণ কুমার প্রামানিক, মহাদেবপুর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম মামুন, মাতাজীহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, শ্রীলংকায় রপ্তানীর জন্য নওগাঁ সদর উপজেলার ১০টি, মহাদেবপুর উপজেলার ১১ টি এবং পতœীতলা উপজেলা ১টি অটোমেটিক রাইস মিল থেকে বিশেষ বরাদ্দের মাধ্যমে উন্নতমানের ৬ হাজার ৫০০ মেট্রিক টণ আমন চাল প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যে প্রস্তুতকৃত চাল চট্টগ্রামের হালিশহর সিএসডিতে প্রেরণ শুরু হয়েছে। আগামী ২/১ দিনের মধ্যে নওগাঁ থেকে সমুদ্বয় চাল সরবরাহ সম্পন্ন হবে। নওগাঁর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনোয়ার হোসেন জানান, শ্রীলংকায় রপ্তানীর জন্য আমন চাল প্রস্তুত করার সময় চালের সঠিক দানা, গুণগত মানসহ যাবতীয় মান নিয়ন্ত্রন কঠোর ভাবে নিয়ন্ত্রন করা হয়েছে। আশা করা হচ্ছে, শ্রীলংকায় বাংলাদেশের চাল পৌছালে চাল রপ্তানী নিয়ে দেশের ভাবমূর্তি উজ্জল হবে। আর এরই ধারাবহিকতায় ভবিষ্যতে নওগাঁ থেকে শ্রীলংকা ছাড়াও অন্যান্য দেশেও চাল রপ্তানীর সক্ষমতা অর্জিত হবে। আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের উন্নতমানের চালের বাজার সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন...

জলছে আলো চলছে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁয় জাতীয় বিদুৎ সপ্তাহ পালিত!!

এনবিএনডেক্স: “জ্বলছে আলো চলছে দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ।“ এই শ্লোগান নিয়ে ফেষ্টুন ও পায়রা উড়িয়ে, …