7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর বদলগাছীতে টিআর প্রকল্পের লুটপাট অভিযোগের এখনও তদন্ত হয়নি

নওগাঁর বদলগাছীতে টিআর প্রকল্পের লুটপাট অভিযোগের এখনও তদন্ত হয়নি

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে বিগত ২০১০-২০১১ অর্থবছরের বরাদ্দকৃত টিআর প্রকল্পের লুটপাট চিত্রের ফলাফল এখনও শূণ্য। তৎকালীন সময়ে প্রকল্পগুলোর বিরুদ্ধে গণহারে অভিযোগ দাখিল করা হলেও তদন্তের অভবে এখন পর্যন্ত প্রকল্পগুলো কোন উন্নয়ন মুখ দেখেনি বা বাস্তবায়নকল্পে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয় জনগণ এসব লুটপাট প্রকল্পের উন্নয়নের প্রত্যাশা ছেড়ে দিলেও এখনো দু-একটি প্রকল্পের বরাদ্দকৃত গম আত্মসাতের অভিযোগ করা হচ্ছে। জানা যায়, বিগত ২০১০-২০১১ অর্থবছরে উপজেলার ৮টি ইউনিয়নে ৮টি মহিলা সমবায় সমিতিতে ৪মেঃটন করে ১৩টি প্রকল্পে মোট ৫০মেঃটন টিআর প্রকল্পের গম বরাদ্দ করা হয়। উক্ত প্রকল্পেগুলোর লুটপাট চিত্রের দৃশ্য এখনও বিদ্যমান। এলাকাবাসীর অভিযোগে জানা যায়, সোহাসা গ্রামের ‘সন্ন্যাস ঠাকুর মন্দির’ সংস্কার বাবদ ৬০ হাজার টাকা উত্তোলন করে প্রকল্প চেয়ারম্যান কাজ না করে সমুদয় অর্থ আত্মসাৎ করেছেন। এসব লুটপাট প্রকল্প নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন গুরুত্ব নেই। দেউলিয়া গ্রামের শাপলা সংসদ সংস্কার বাবদ ৫মেঃটন বরাদ্দকৃত গম উত্তোলন করা হলেও এখনও পর্যন্ত তার কোন কাজ না হওয়ায় শাপলা সংসদের সদস্য মোঃ আকবর আলী গত ২৮মার্চ স্থানীয় সংসদ সদস্য ডঃ আকরাম হোসেন চৌধুরীর বরাবরে অভিযোগ দাখিল করলে সংসদ সদস্য অভিযোগটি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্ত পূর্বক পিআইও জাহাঙ্গীর আলমের উপর দায়িত্ব প্রদান করেন। বাদীর অভিযোগ বিষয়টি নিয়ে এখনও পর্যন- কোন প্রয়েঅজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ বিষয়ে পিআইও জাহাঙ্গীর আলমের সাথে গতকাল সোমাবার মোবাইল ফোনে কথা বলেল তিনি জানান, শাপলা সংসদ পরিদর্শন করেছি কোন কাজ পাওয়া যায়নি। এ জন্য এ প্রকল্প চেয়ারম্যান আধাইপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলমকে পুনরায় কাজটি করার জন্য পাঁচ দিনের সময় দেয়া হয়েছে। এছাড়া সোহাসা সন্ন্যাস ঠাকুর মন্দির সংস্কার বাবদ বরাদ্দকৃত ৬০ হাজার টাকা আত্মসাতের বিষয়টি তার জানা নেই।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …